For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সময় কি খুব খারাপ যাচ্ছে! নজর রাখুন ঠাকুর-ঘরের বাস্তুতে, কয়েকটি টিপস

ঈশ্বর আরাধনায় বাড়িতে মূর্তি পূজা অনেকেই করে থাকেন। ঠাকুর পূজার জন্য আলাদা ঘরে ভগবানের মূর্তি রেখেই চলে আরাধনা। সর্বোশ্বরের কাছে প্রার্থনায় সমস্ত দুঃখ কেটে যাবে বলে মনে করেন অনেকে।

  • |
Google Oneindia Bengali News

ঈশ্বর আরাধনায় বাড়িতে মূর্তি পূজা অনেকেই করে থাকেন। ঠাকুর পূজার জন্য আলাদা ঘরে ভগবানের মূর্তি রেখেই চলে আরাধনা। সর্বোশ্বরের কাছে প্রার্থনায় সমস্ত দুঃখ কেটে যাবে বলে মনে করেন অনেকে। তবে জানেন কি , ঈশ্বরের কোন ধরনের মূর্তি ঘরে রাখা শুভ নয়? বাস্তুশাস্ত্র অনুযায়ী রয়েছে কয়েকটি টিপস।

দেবতার বিধ্বংসী রূপ

দেবতার বিধ্বংসী রূপ


বাস্তুশাস্ত্র মতে কোনও দেবতা দেবীর বিধ্বংসী রূপের জায়গায় , তাঁর শান্ত রূপের মূর্তি ঘরে সাজানো শুভ ফলদায়ক। বিধ্বংসী রূপ গৃহস্থে কুপ্রভাব বিস্তার করে বলে মনে করা হয়।

 একাধিক মূর্তি রাখবেন না

একাধিক মূর্তি রাখবেন না

একই দেবতার একাধিক মূর্তি ঠাকুর ঘরের বেদীতে না রাখবার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। বাস্তু শাস্ত্র বলছে এতে পরিবারে ঝগড়া অশান্তি বাড়ে।

মুখোমুখি একই মূর্তি

মুখোমুখি একই মূর্তি

একই দেবতার ছবি মুখোমুখি রাখলে বা একই ধরনের মূর্তি মুখো মুখি রাখলে তার প্রভাবও খুব একটা ভালো হয়না। ফলে তা সুখকর হয় না পরিবারের পক্ষে। এমনই ধারণা বাস্তুশাস্ত্রবিদদের।

ছবির ফ্রেম যদি ভেঙে যায়

ছবির ফ্রেম যদি ভেঙে যায়

কোনও দেব-দেবীর ছবির ফ্রেম যদি ভেঙে যায় , তাহলে সেই ছবি অবশ্যই সরিয়ে নিন। এতে পরিবারের কুপ্রভাব পড়বে। ফলে ভাঙা ছবি বা মূর্তি ঘরে রাখা উচিত নয় বলে পরামর্শ বাস্তুশাস্ত্রবিদদের।

 কয়েকটি টিপস

কয়েকটি টিপস

অনেক সময় ক্যালেন্ডারে দেব দেবীর ছবি থাকলে তা ঘরে সাজিয়ে না রেখে ঠাকপর ঘরে রেখে দেওয়া হয়। আর বছর ফুরিয়ে গেলেও তা সরিয়ে রাখা হয় না। আর এতেই পরিবারে বিস্তার হয় কুপ্রভাব।

English summary
Vastu tips on prayer room at home, know its benifits.Here are tips how to decorate puja rooma in home.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X