For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংকটকালে রোজগারে টান পড়ছে! আর্থিক প্রাপ্তি বাড়াতে কিছু টিপস

সংকটকালে রোজগারে টান পড়ছে! আর্থিক প্রাপ্তি বাড়াতে কিছু টিপস

Google Oneindia Bengali News

করোনার মতো অতিমারীর জেরে গোটা বিশ্বে অর্থনীতির প্রবল সংকট দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে রোজগারের যোগ্য প্রাপ্তিও জোটাতে পাচ্ছেন না মানুষ। এদিকে, জ্যোতিষশাস্ত্র মতে একাধিক বার্তা দেওয়া হচ্ছে , মানুষকে সংকট থেকে উদ্ধার করতে। তেমনই বাস্তু মতে রোজগার বাড়াতে কয়েকটি টিপস দেখেনিন একনজরে।

 বাড়ির পূর্বদিকের যত্ন

বাড়ির পূর্বদিকের যত্ন

বাড়ির পূর্ব দিকে যদি আবর্জনা বা নোংরা থাকে, তাহলে তা পরিস্কার করে রাখুন। সহজে সেখানে নোংরা জমতে দেবেন না। বাড়ির এই অংশে শিবের মূর্তিও রাখতে পারেন গোটা শ্রাবণ মাস জুড়ে। এত পরিবারের সকলের সুখ শান্তি বজায় থাকে বলে মত বাস্তুশাস্ত্রদের।

তুলসী

তুলসী

শ্রাবণ মাস আসতে আর দেরি নেই। এই সময় বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রোপণ করলে তা শুভ ফল দিয়ে থাকে। এতে সমৃদ্ধি যতটা বাড়ে ততটাই গৃহে অবস্থান করে শান্তি।

কিছু টিপস

কিছু টিপস

বিশেষজ্ঞদের মতে পুরনো ইলেক্ট্রনিক্সের জিনিসপত্র সাফ করে ফেলতে হবে । অনেক সময়ই বাড়িতে পুরনো ফোন , ল্যাপটপ, চার্ডার থেকে যায়। আর সেটিকেই সাফ করে ফেলতে হবে। তাতে ঘরে লক্ষ্মীর প্রবেশ হয় বলে দাবি।

 শাস্ত্রজ্ঞদের পরামর্শ

শাস্ত্রজ্ঞদের পরামর্শ

বাস্তু ও জ্যোতিষ বিশেষজ্ঞ আচার্য ইন্দু প্রকাশের মতে, বাড়ির নোংরা পরিষ্কার করা আয় বাড়ানোর সঙ্গে জড়িত। বাস্তু মতে, ঘরের কোণে মাকড়সার জাল সহ বিভিন্ন নোংরা জিনিস সর্বদা পরিষ্কার করে রাখতে হবে। তাতে আয়ের পরিমাণ কম হলেও, কোনও দিনই হাতের টাকা শেষ হয়না।

 রোজগার আরও বাড়াতে চান! মা লক্ষ্মীর কৃপা পেতে কোন কোন জিনিস ঘরে রাখতে হবে জানুন রোজগার আরও বাড়াতে চান! মা লক্ষ্মীর কৃপা পেতে কোন কোন জিনিস ঘরে রাখতে হবে জানুন

English summary
Vastu tips on How to Grow more income during bad times
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X