For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস্তুমতে সকালে ঘুম থেকে উঠে একেবারেই দেখবেন না এই জিনিসগুলি, জানুন অর্থভাগ্য তুঙ্গে রাখার টিপস

বাস্তুমতে সকালে ঘুম থেকে উঠে একেবারেই দেখবেন না এই জিনিসগুলি, জানুন অর্থভাগ্য তুঙ্গে রাখার টিপস

  • |
Google Oneindia Bengali News

দিন যাতে ভালোভাবে কেটে যায়, তার জন্য প্রত্যেকেই সকালে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তবে ঈশ্বরের কাছে মনে মনে দিন ভালো কেটে যাওয়ার প্রার্থনা সত্ত্বেও দেখা যায়, বহু দিন এমন কাটে যা ভয়াবহ হয়ে দাঁড়ায়। জ্যোতিষ শাস্ত্র মতে এমন কয়েকটি পদক্ষেপ রয়েছে যার ফলে দিনও ভালোভাবে কেটে যেতে পারে, আবার অর্থভাগ্যও তুঙ্গে থাকতে পারে। এর জন্য কোন কোন কাজগুলি করবেননা, বা কোন জিনিসগুলি দেখবেন না, তার তালিকা দেখে নেওয়া যাক।

সকালে উঠে কিছুতেই দেখবেন না মুখ!

সকালে উঠে কিছুতেই দেখবেন না মুখ!

বলা হয়, সকালে উঠে মুখ ঘুম ভেঙেই চোখ খুলে কখনও মুখ দেখা উচিত নয়। নিজের মুখ আয়ানাতেই হোক বা পরের মুখ, সকালে চোখ খুলে প্রথমেই একেবারেই কারোর মুখ দেখা শুভ ফল দেয় না। মনে করা হয় এতে গোটা দিন বিভিন্ন সংকটের মধ্য়ে দিয়ে যায়। আজানা সমস্যা জটিলতা তৈরি করে দেয় জীবনে।

 ভাঙা বাসন

ভাঙা বাসন

অনেক সময় বহু জনই ঘুম থেকে উঠে আগে রান্না ঘরে যান। সেখানে কোনও ভাহা বাসন থাকলে সেদিকে একেবারেই নজর দেওয়া উচিত নয় বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। সকালে ঘুম ভেঙে উঠে ভাঙা বাসন, ভাঙা কোনও যন্ত্রপাতি না দেখাই বাঞ্ছনীয় বলে জানা গিয়েছে বাস্তু মতে। এরফলে অশুভ জিনিস ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। বাড়তে পারে আর্থিক কষ্ট। ফলে ভাঙা বাসন চোখের থেকে দূরে সরিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

 তেল, সূচ-সুতো কি দেখা উচিত?

তেল, সূচ-সুতো কি দেখা উচিত?

বাস্তুশাস্ত্র মতে সকালে উঠে তেল দেখা উচিত নয়। এছাড়াও সূচ, কাঁচি , ছুড়ি এসব জিনিস সকালে উঠে দেখা একেবারেই উচিত নয়। এতে সারাটা দিন নষ্ট হয়। এমনকি সুতোও সকালে উঠে দেখা উচিত নয়। শুধু তাই নয়, তেল রাখার বাসনও কোনও মতেই দেখা উচিত নয়। দিন ভালো রাখতে গেলে সকালে উঠে দেখা উচিত নিজের হাতের তালু। এতে দিন ভালো কাটে। পরামর্শ বাস্তুবিদদের।

ছায়া

ছায়া

সকালে উঠেই কারোর ছায়া বা কোনও কিছুর ছায়া দেখা মোটেও ভালো বিষয় নয়। এতে আর্থিকভাগ্যের উপর প্রভাব পড়ে বলে অনেকের মত। বিশেষত বাস্তুশাস্ত্র মতে যদি সকালে উঠেই পশ্চিমপ্রান্তে বা নিদের পশ্চিম দিকে কোনও কিছুর ছায়া দেখেন , তবে তা ভালো ঘটনা হিসাবে ধরা হবে না বাস্তুশাস্ত্র মতে।

ঝাঁটা দেখা

ঝাঁটা দেখা

সকালে উঠেই যদি কেউ ঝাঁটা দেখেন , তাহলে তা ভালো বার্তা নয়, এমন মত অনেকেরই থাকে। তবে বাস্তু শাস্ত্র মতে বলা হচ্ছে, যেহেতু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ঝাঁটাকে দেখা হয়,তাই সকালে উঠে ঝাঁটা দেখলে তার কোনও নেতিবাচক প্রভাব পড়ে না। এতে ঘরে প্রবেশ করেন খোদ মা লক্ষ্মী।

 সকালে উঠেই কি পশু , জন্তু দেখা উচিত?

সকালে উঠেই কি পশু , জন্তু দেখা উচিত?

সকালে উঠেই যেন কোনও মতেই কোনও জন্তুর মুখ বা পোষ্যের মুখ না দেখা হয়, বলছেন বহু বাস্তুশাস্ত্রবিদ।সকালে উঠে সূর্যদর্শনের পরই পোষ্যের মুখ দেখা শ্রেয় বলে দাবি বহু বাস্তুশাস্ত্রবিদের। জন্তু বা পোষ্যের মুখ দেখলে দিন খারাপ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
After getting wake up in the morning avoid seeing these things according to vastu shastra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X