For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরি পাচ্ছেন না বহু চেষ্টা করেও! সমস্যা কাটাতে এই বাস্তু টিপস গুলি মেনে চলুন

বহু পরিশ্রমের পরও অনেকেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে বেশ সমস্যায় পড়েন। স্বপ্নপূরণের আশায় বহু চেষ্টা করেও অনেক সময়েই শেষ রক্ষা হয়না। চাকরি পাওয়ার ক্ষেত্রেও এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটে থাকে।

  • |
Google Oneindia Bengali News

বহু পরিশ্রমের পরও অনেকেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে বেশ সমস্যায় পড়েন। স্বপ্নপূরণের আশায় বহু চেষ্টা করেও অনেক সময়েই শেষ রক্ষা হয়না। চাকরি পাওয়ার ক্ষেত্রেও এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটে থাকে। বাস্তুশাস্ত্র বলছে পরিশ্রমের পাশাপাশি কয়েকটি টিপস মেনে চললে এই সমস্যার সমাধানের সম্ভাবনা প্রবল।

দেওয়ালের রঙ

দেওয়ালের রঙ

সম্ভব হলে বাড়ির উত্তরের দেওয়ালে হলুদ রঙে করতে পারেন। পাশাপাশি, বাড়ির উত্তর দেওয়াল ঘেঁসে যাতে কোনও রকমের নোংরা না থাকে সেদিকেও নজর রাখতে হবে। উত্তররের দেওয়াল সংলগ্ন বহু জিনিস থাকলে তা বাড়িতে সমস্যা তৈরি করতে পারে।

স্টিলের আলমারি

স্টিলের আলমারি

উত্তরের দেওয়ালে কোনওভাবেই স্টিলের আলমারি রাখবেন না। বাস্তু মতে , স্টিলের আলমারি শুষে নিতে পারে সমস্ত পজিটিভ এনার্জি। তাই কখনও বাড়ির উত্তরের দিকের দেওয়ালের সামনে স্টিলের আলমারি রাখবেন না।

গণেশের আরাধনা

গণেশের আরাধনা

চাকরি সংক্রান্ত যেকোনও বিশেষ দিনে বাড়ির বাইরে পা রাখবার সময় প্রথমে ডান পা বাইরে ফেলে বেরোতে পারেন। এমনই টিপস দিচ্ছেন বহু বাস্তুশাস্ত্রবিদ। মনে করা হয় এতে শুভফল পাওয়া যায়।

[আরও পড়ুন:২০১৯ -এ আপনার প্রেমজীবন কেমন কাটবে! কী বলছে রাশিফল][আরও পড়ুন:২০১৯ -এ আপনার প্রেমজীবন কেমন কাটবে! কী বলছে রাশিফল]

আয়নার অবস্থান

আয়নার অবস্থান

একটা বড় আয়না বাড়ির যেকোনও দিকে রাখতে পারেন। এতে পজিটিভ ভাবনা উঠে আসবে । ফলে কেরিয়ারে উন্নতি কেউ রুখতে পারবেনা।

[আরও পড়ুন:প্রেমজীবনে কি বড় সুখবর পেতে চলেছেন এই ডিসেম্বরেই! জানুন বিশেষ শাস্ত্র কী বলছে][আরও পড়ুন:প্রেমজীবনে কি বড় সুখবর পেতে চলেছেন এই ডিসেম্বরেই! জানুন বিশেষ শাস্ত্র কী বলছে]

English summary
veryone strives to achieve success in his or her career vocations. Parents strive to give their children the best of education and other facilities so that they can achieve the best streams and opt for the best, in-demand career streams. However, these measures do not always prove successful. Many of us have witnessed a lag or stagnation when it comes to jobs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X