For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগ্যতা থাকা সত্ত্বেও কি আপনি বেকার! সমস্যা কাটানোর সহজ বাস্তু-টিপস জেনে নিন

যোগ্যতা থাকা সত্ত্বেও উপযুক্ত স্থানে পৌঁছতে দেরি হয় অনেকের। তবে যোগ্যতা থাকলে সেই স্থান অধিকার করা থেকে কেউ রুখতে পারে না! অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও যোগ্য চাকরি পান না।

Google Oneindia Bengali News

যোগ্যতা থাকা সত্ত্বেও উপযুক্ত স্থানে পৌঁছতে দেরি হয় অনেকের। তবে যোগ্যতা থাকলে সেই স্থান অধিকার করা থেকে কেউ রুখতে পারে না! অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও যোগ্য চাকরি পান না। অনেকে বেকারত্বের সমস্যাতেও ভোগেন। জ্যেতিষশাস্ত্র বলছে, এই সমস্যা কাটানোর বেস কিছু সহজপন্থা রয়েছে। জেনে নেওয়া যাক কোন কোন উপায়ে পরিবারের কোনও সদস্যের বেকারত্বের সমস্যা সমাধান করা যায়।

নোংরা পরিস্কার করতে হবে

নোংরা পরিস্কার করতে হবে

অনেক সময়ে বাড়ির কোণে নোংরা জমে থাকতে দেখা যায়। বাড়ির এক কোণে জিনিসপত্রের আবর্জনার স্তূপও দেখা যায়। তবে বাড়ির উত্তরের দিকে দেওয়ালে এই আবর্জনার স্তূপ থাকলে, তা বাড়ির সন্তান স্থানীয়ের পক্ষে ক্ষতিকর। ফলে চাকরি পেতে বা কেরিয়ারের উন্নতিতে উত্তর দিকের দেওয়াল থেকে নোংরা জিনিস সরাতে হবে।

[আরও পড়ুন:হবু স্বামীকে ইমপ্রেস করতে চান !বিয়েতে পড়ুন এই 'পয়া' রঙের শাড়ি , বিস্তারিত জানুন রাশির বিচারে][আরও পড়ুন:হবু স্বামীকে ইমপ্রেস করতে চান !বিয়েতে পড়ুন এই 'পয়া' রঙের শাড়ি , বিস্তারিত জানুন রাশির বিচারে]

উত্তরের দিকে দেওয়াল সাজানো

উত্তরের দিকে দেওয়াল সাজানো

বাড়ির উত্তরের দিকের দেওয়ালটি সাজিয়ে গুছিয়ে রাখুন। দেওয়ালে সুন্দর পেইন্টিং কিংবা ইতিবাচক বার্তাবহ কোনও শোপিস সাজাতে পারেন। এতে সন্তানের কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে বলে দাবি জ্যোতিষবিদদের।

স্টিলের আলমারি

স্টিলের আলমারি

উত্তর দিকের দেওয়ালে কোনও রমের শোকেস বা স্টিলের আলমারি যেন রেখে দেওয়া না হয়। উত্তরের দেওয়ালকে ঢেকে বড় আলমারি রাখা বাস্তুমতে গ্রহণযোগ্য নয়। এমনই দাবি, বাস্তুশাস্তরবিদদের।

উত্তরের দেওয়ালে উজ্জ্বল রঙ

উত্তরের দেওয়ালে উজ্জ্বল রঙ

উত্তরের দেওয়ালে উজ্জ্বল রঙ লাগালে তা কার্যকরি ভূমিকা পালন করবে সন্তানের কেরিয়ারের জন্য। তাই উজ্জ্বল বর্ণের হলুদ রঙ বাড়ির উত্তরদিকের দেওয়ালের জন্য শুভ।

আয়নার আকার

আয়নার আকার

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন আয়নার আকার যত বড় হবে ততটাই সুন্দর হবে সন্তানের কেরিয়ার। বাড়ির দেওয়াল পরিচ্ছন্ন রাখবার পাশাপাশি দেওয়ালে লম্বা মাপের আয়না রাখা জরুরি।

গণেশ বন্দনা

গণেশ বন্দনা

বাস্তুশাস্ত্র বলছে কেরিয়ারে উন্নতি কিংবা চাকরি পেতে রোজ গণেশকে একটি করে সুপুরি দিন। প্রসাদ হিসাবে গণেশকে সুপুরি দেওয়া কেরিয়ারের পক্ষে শুভফলদায়ক বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

English summary
Vastu remedies to cure Unemployment problem of family members
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X