ভ্যালেন্টাইন্স ডে ২০২১ -এ প্রেম নিবেদন করলেই কেল্লাফতে! কোন কোন রাশির ভাগ্য তুঙ্গে দেখা যাক
২০২১ ভ্যালেন্টাইন্স ডে রীতিমতো তাক লাগিয়ে দিতে পারে বহুজনের জীবনে। যা আগে কখনও ভাবেননি , তাই এবছর হতে পারে ! এমনই সম্ভবনা দুটি রাশির ক্ষেত্রে উঠে আসছে। আবার কিছু রাশি প্রেমের ক্ষেত্রে ডাহা ফেল করতে পারে! জ্যোতিষ মতে কোন কোন রাশি হিট আর কোন রাশির জাতকরা ভ্যালেন্টাইন্স ডেতে ব্যাকফুটে যেতে পারেন দেখা যাক।

জমজমাট প্রেম পর্ব শুরু!
মেষ রাশিতে চন্দ্রের প্রবেশের কারণে ২০২১ এর ১৪ ফেব্রুয়ারি তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম জমে ক্ষীর হয়ে যাবে। এবারের ভ্য়ালেন্টাইন্স ডে কাটবে নাচে, গানে, হইহইতে। তুলা রাশির জাতকরা এবছরের ভ্যালেন্টাইন্স ডে-তে সাহসিকতার পরিচয় দেখাতে পারেন বলে জানান।

মনের মতো ভ্যালেন্টাইন্স ডে কাদের!
এবছর মেষ রাশির জাক জাতিকারা মনের মতো ভ্যালেন্টাইন্স ডে পাবেন। আলাদা করে উত্তেজনার আগুনে ফুটে এবছরের ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চলেছেন মেষ রাশির জাতকরা।

মন ভাঙতে পারে কাদের?
জ্যোতিষ শাস্ত্রবিদরা বলছেন বৃষ রাশির জাতক জাতিকাদের মন ভাঙতে পারে ২০২১ সালের ভ্যালেন্টাইন্স ডেতে। কিছুটা একাকিত্ব কিছুটা ঈর্ষার জেরে এই ভ্যালেন্টাইন্স ডে মন ভেঙে যেতে পারে বহু বৃষ রাশির জাতিকা ও জাতকদের।

ইচ্ছাপূরণ নাও হতে পারে!
২০২১ সালের ভ্যালেন্টাইন্স ডে সেভাবে মনের মতো নাও কাটতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আবেগতাড়িত হয়ে বহু উত্তেজনাও সৃষ্টি করতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। খানিকটা একাকীত্বে কাটাতে হতে পারে এই বছরের ভ্যালেন্টাইন্স ডে।