For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরিয়ার নিয়ে স্বপ্ন দেখছেন! পড়ুয়াদের সাফল্যের জন্য কয়েকটি বাস্তু টিপস

জীবনে প্রতিষ্ঠিত হতে বা সাফল্য পাওয়ার জন্য সকলেই স্বপ্ন দেখেন। জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার মূল হাতিয়ার কেরিয়ার। কেরিয়ার উজ্জ্বল হলে জীবনে সুখ বিলাস প্রাপ্তি অসাধ্য নয়। এজন্য প্রয়োজন প্রবল পরিশ্রমের।

  • |
Google Oneindia Bengali News

জীবনে প্রতিষ্ঠিত হতে বা সাফল্য পাওয়ার জন্য সকলেই স্বপ্ন দেখেন। জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার মূল হাতিয়ার কেরিয়ার। কেরিয়ার উজ্জ্বল হলে জীবনে সুখ বিলাস প্রাপ্তি অসাধ্য নয়। এজন্য প্রয়োজন প্রবল পরিশ্রমের। তবে বাস্তুশাস্ত্র বলছে, পরিশ্রমের সঙ্গে যদি কয়েকটি উপায় অবলম্বন করা যায়, তাহলে কেরিয়ারে সাফল্য আসবেই। দেখে নেওয়া যাক এই উপায়গুলি।

পড়াশোনার টেবিল

পড়াশোনার টেবিল

পড়ার ঘরের টেবিলটি যেন চৌকো বা আয়তাকার হয়। এর বাইরের কোনও আকার হলে পড়ার ঘরে সমস্যায় পড়তে পারেন পড়ুন। মনে রাখতে হবে টেবিলটি যেন অতিবড় আকারের বা একদম ছোট্ট আকারের না হয়।

[আরও পড়ুন:বাড়িতে টিকটিকি লড়াই করলে তার প্রভাব কী হতে পারে জানেন! উত্তর দিচ্ছে এই শাস্ত্র][আরও পড়ুন:বাড়িতে টিকটিকি লড়াই করলে তার প্রভাব কী হতে পারে জানেন! উত্তর দিচ্ছে এই শাস্ত্র]

টেবিলের মুখ কোনদিকে থাকবে?

টেবিলের মুখ কোনদিকে থাকবে?

পড়ার সময় পড়ুয়ার মুখ থাকবে পূর্ব ও উত্তর দিকে। এতে পড়ায় মনোযোগ বেশি আসে। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। টেবিলের অবস্থান পড়ার ঘরে সব সময়ে পূর্ব ও উত্তর দিকে হবে।

[আরও পড়ুন:আপনার বাড়িতে কি ঘোরাফেরা করছে অশুভ শক্তি! কী করে 'দোষ' কাটাবেন, জেনে নিন][আরও পড়ুন:আপনার বাড়িতে কি ঘোরাফেরা করছে অশুভ শক্তি! কী করে 'দোষ' কাটাবেন, জেনে নিন]

 টেবিল ও দেওয়ালের দূরত্ব

টেবিল ও দেওয়ালের দূরত্ব

টেবিল ও দেওয়ালের মাঝে দূরত্ব থাকা বাঞ্ছনীয়। এই দূরত্বের মাঝেই ইতিবাচক শক্তির যাতায়াত বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

[আরও পড়ুন:কেরিয়ারে আরও উন্নতি দেখতে চান! চাকুরিজীবীদের জন্য কয়েকটি বাস্তু টিপস][আরও পড়ুন:কেরিয়ারে আরও উন্নতি দেখতে চান! চাকুরিজীবীদের জন্য কয়েকটি বাস্তু টিপস]

বুকসেল্ফ

বুকসেল্ফ

পূর্ব দিকে রাখতে হবে বুকসেল্ফ। যদি তা সম্ভব না হয়, তাহলে উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখা যেতে পারে পড়ার ঘরে বুকসল্ফ। তবে ঘরের মাঝখানে বই রাখার ব্যবস্থা থাকলে, তা সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

ঘরের জানলা

ঘরের জানলা

যে ঘরে পড়ুয়ারা পড়াশোনা করবে, সেখানে প্রচুর জানলা থাকা আবশ্যক। ঘরে যত বেশি আলো আসবে ততটাই উজ্জ্বল হবে পড়ুয়ার কেরিয়ার। পাশাপাশি পড়ার টেবিল যেন পরিস্কার থাকে, সেদিকে নজর রাখতে হবে সকলের।

আরও কয়েকটি তথ্য

আরও কয়েকটি তথ্য

ঘরের রঙ হলুদ হলে সবচেয়ে ভালো হয়। এমনই পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এত পড়ুয়ার মনে ভালো প্রভাব পড়ে। আর সেই প্রভাব কেরিয়ারে ইতিবাচক ভাবনা নিয়ে আসে।

English summary
Vastu For Career Excelled career is important for every person and to achieve high sky one should be cognizant of every sphere of life that can yield good results. Vastu Shastra a science of direction not only renders bright future by making your house and environment completely positive but helps in making bright career as well. Although you can't change your fate for sure, but hard-work and certain other measures can yield you sky high future.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X