সুখ-সমৃদ্ধি লাভে কোন গণেশমূর্তি ঘরে রাখা উচিত! কয়েকটি বাস্তু টিপস
বিঘ্নহর্তার আরাধনায় মাতোয়ারা গোটা দেশ। বিভিন্ন জায়গায় গণেশ চতুর্থী উপলক্ষ্যে ইতিমধ্যেই পূজা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুধু বারোয়ারি পূজাই নয়, ঘরে ঘরে গণেশ বন্দনার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বাস্তুবিদরা বলছেন কীরকম গণেশ মূর্তি ঘরে আনবেন, তার ওপর নির্ভর করছে ঘরের সুখ শান্তি। জেনে নিন কোন গণেশ মূর্তি ঘরে রাখলে আসে সুখ সমৃদ্ধি।

গণেশ মূর্তির ধরন
গণেশ মূর্তি যদি সবুজ কিংবা হলুদ রঙের হয় তাহলে তা গৃহস্থের পক্ষে ভাল। অনেকেই বলে থাকেন, আম রঙ বা পিপল পাতার রঙের ঘণেশ মূর্তি র আরাধনা শুভ।

ক্রিস্টালের গণেশ
গৃহস্থে ক্রিস্টালের গণেশ রাখলে, তা বাস্তুদোষ দূর করে। ফলে ক্রিস্টালের গণেশ ঘরে রাখলে তা শুভফল দিয়ে থাকে। ক্রিস্টালের গণেশ বাড়িতে রাখলে তা জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভফল দিয়ে থাকে।

গণেশ মূর্তি ঘিরে কিছু তথ্য
গণেশ মূর্তি যদি গোবর দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে তা গৃহস্থের পক্ষে অত্যন্ত শুভ। মনে করা হয় এর মাধ্যমে গৃহস্থে শান্তি, সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়।

গণেশ মূর্তিতে সিঁদুর রাঙানো
জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন চাইলে গণেশ মূর্তিতে লাগিয়ে রাখুন সিঁদূর। ঘরের গণেশে তাই সিঁদুর লাগানোর পরামর্শ দিচ্ছেন বহু বাস্তুশাস্ত্রবিদ।

গণেশের মূর্তি ঘিরে কিছু তথ্য
বসে রয়েছে এমন গণেশ মূর্তি গৃহস্থের জন্য শুভ সময় নিয়ে আসে। বসে থাকা গণেশের মূর্তি সংসারে সমৃদ্ধি এনে দেয়। ফলে এবারের গণেশ চতুর্থীতে এমন গণেশকে পূজা করলে , তা সমৃদ্ধি এনে দেয়।