For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Solar Eclipse: ২০১৯ এর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে কী কী করণীয়! শাস্ত্র যা বলছে

২০১৯ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে রীতিমতো কৌতূহল গোটা বিশ্ব জুড়ে। জ্যোতির্বিজ্ঞনীমহল থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র জগতের সকলেই উচ্ছ্বসিত গোটা বিষয়টিকে ঘিরে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে রীতিমতো কৌতূহল গোটা বিশ্ব জুড়ে। জ্যোতির্বিজ্ঞনীমহল থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র জগতের সকলেই উচ্ছ্বসিত গোটা বিষয়টিকে ঘিরে। ভারেতর আকাশ থেকে এই মহাজাগতিক ঘটনা দেখা না গেলেও সূর্য চন্দ্রের অবস্থানের প্রভাব ভারতীয় শাস্ত্র মতে মানুষের জীবনে .পড়বে বলে মনে করা হয়। এদিনে রাত সাড়ে দশটা নাগাদ শুরু হবে এই গ্রহণ। দেখে নেওয়া যাক শাস্ত্র মতে এই দিনে কী কী করণীয় , আর কোন জিনিসে রয়েছে বারণ।

সূর্যগ্রহণ ঘিরে স্নান

সূর্যগ্রহণ ঘিরে স্নান

সূর্যগ্রহণ ঘিরে করণীয়ের মধ্যে থাকছে স্নান। শাস্ত্রজ্ঞদের মতে , গ্রহণের সময় স্নান করে কাপড় বদলে ফেলে শুদ্ধবস্ত্র পরা , অত্যন্ত শুভ কাজ। তবে এই সময়ের মধ্যে কোনও মতেই খাবার খাওয়া বা রান্না করা উচিত নয় বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

গর্ভবতী মহিলারা কী করবেন?

গর্ভবতী মহিলারা কী করবেন?

মনে করা হয়, গর্ভবতী মহিলারা এই গ্রহণের সময় যদি বাইরে বের হন, তাহলে তা নিঃসন্দেহে খারাপ ঘটনা তাঁদর পক্ষে। শাস্ত্র বলছে, গর্ভবতী মহিলারা যেন এমন দিনে থাকেন বাড়ির ভিতরেই।

গ্রহমের পর কী করণীয়?

গ্রহমের পর কী করণীয়?

গ্রহণ মিটে গেলে , তারপর পূজার সময় ঈশ্বরকে কোনও কিছু অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পাশাপাশি, গ্রহণের পর সূর্যদেবতার মন্ত্রপাঠ করা অত্যন্ত শুভফলদায়ক বলে মনে করা হয়।

কোন কাজ করা উচিত নয়!

কোন কাজ করা উচিত নয়!

শাস্ত্র বলছে, সূর্যগ্রহণের সময় বাইরে থাকা, বা কোনও কারমে বেড়ানো ঠিক কাজ নয়। তাতে জ্যোতিষমতে খানিকটা খথারাপ প্রবাব পড়তে পারে ব্যক্তির উপর। কোনও শুভ কাজ গ্রহণের সময়কালের মধ্যে করতে বারণ করছেন শাস্ত্রজ্ঞরা।

[আরও পড়ুন:২০১৯-এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে পারদ চড়ছে ভারতে! জ্যোতিষ মতে এর গুরুত্ব কী][আরও পড়ুন:২০১৯-এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে পারদ চড়ছে ভারতে! জ্যোতিষ মতে এর গুরুত্ব কী]

[আরও পড়ুন:২০১৯-এর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে কয়েকটি বাস্তু টিপস ! ২ রা জুলাই ঘিরে শাস্ত্র কী বলছে][আরও পড়ুন:২০১৯-এর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে কয়েকটি বাস্তু টিপস ! ২ রা জুলাই ঘিরে শাস্ত্র কী বলছে]

English summary
Total Solar Eclipse 2019,Know the Do's and Don'ts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X