নিয়মিতভাবে এই উপায় করলে মা লক্ষ্মীর কৃপা থাকবে সর্বদা, থাকবে না অর্থ সঙ্কট
প্রত্যেক ব্যক্তি চায় তাঁর ওপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা যাতে থাকে। মা লক্ষ্মীর কৃপা ও বাড়িতে সুখ–সমৃদ্ধি পাওয়ার জন্য ব্যক্তি রাত–দিন পরিশ্রম করে। কিন্তু অনেক সময় ব্যক্তির এত পরিশ্রমও সফল হয় না। এরকম অবস্থায় ব্যক্তির মনে নিরাশা চলে আসে। এটা যদি আপনার সঙ্গেও হয়ে থাকে, তাহলে আপনাকে একেবারে নিরাশ হওয়ার প্রয়োজন নেই।

করুন জ্যোতিষ এই উপায়
যদি আপনার কাছে বেশি সময় যাবৎ অর্থ না থাকে বা পরিশ্রমের পুরো ফল পাচ্ছেন না তবে জ্যোতিষ শাস্ত্রে অনেক উপায়ের বিষয়ে বলা হয়েছে। এই উপায়গুলি করলে ব্যক্তি তাঁর অর্থিক সঙ্কট থেকে মুক্তি পায়। শুধু তাই নয়, ঘরে সুখ-সমৃদ্ধির প্রাপ্তি হয়। আসুন জেনে নেওয়া যাক ধন লাভের জন্য জ্যোতিষ উপায়গুলি কি কি।

তুলসী মাতার গাছ লাগান
শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী গাছের মধ্যে মা লক্ষ্মীর বসবাস। এইজন্য বাড়িতে তুলসী গাছের চারা অবশ্যই লাগান। এতে বাড়িতে সমৃদ্ধির যোগ তৈরি হয়।

বৃহস্পতিবার করে ব্রত রাখুন
মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে ভগবান বিষ্ণুর কৃপাও খুব জরুরি। এটা সকলেই জানেন যে মা লক্ষ্মী বিষ্ণুর স্ত্রী এবং যদি দু'জনের পুজো করা হয় তবে ধন সম্পর্কিত সব সমস্যা দূর হয়ে যায়। এইজন্য প্রত্যেক বৃহস্পতিবার করে ব্রত রাখুন। শুধু তাই নয়, আপনি চাইলে নিয়মিতভাবে লক্ষ্মী-নারায়ণের পাঠও করতে পারেন।

মন্দিরে নিয়মিতভাবে প্রদীপ জ্বালান
আপনি যদি আর্থিক সমস্যায় ঘিরে থাকেন তবে নিয়মিতভাবে কোনও মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। এর পাশাপাশি প্রদীপে কিছু লাল-হলুদ সুতোর ধাগাও দিন। এরকম করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন।

শিবলিঙ্গের জলাভিষেক করুন
মানা হয় যে যে ব্যক্তি নিয়মিতভাবে শিবলিঙ্গের জলাভিষেক করেন, তাঁকে কখনও জীবনে আর্থিক সমস্যার সম্মুখিন হতে হয় না। এর সঙ্গে শিবলিঙ্গে অক্ষত, দুধ ও বেলপাতা দিয়ে পুজো দিন। এরকম করলে ভোলেনাথ আপনার সব মনোস্কামনা পূর্ণ করবে।

পূর্ণিমা তিথিতে করুন চাঁদের পুজো
চাঁদকে শীতলতার প্রতীক মনে করা হয়। ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তির জন্য চাঁদের পুজো করা উচিত। পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো করা হলে অপার ধন লাভ হয়।
আগামী এপ্রিল মাস কেমন যাবে সকলের? জেনে নিন মাসিক রাশিফল