For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক সমস্যায় ভুগছেন! দিওয়ালির রাতে কোন দিকে প্রদীপ রাখলে বিপদ কাটবে জানুন

যাবতীয় অন্ধকার মুছে আজ আলোর রোশনাইয়ে উজ্জ্বলতার উৎসবকে উদযাপন করার দিন। এমন দিনে মন খারাপ, দুঃখ, শোককে কাটিয়ে তোলার শপথও নেওয়া হয়।

  • |
Google Oneindia Bengali News

যাবতীয় অন্ধকার মুছে আজ আলোর রোশনাইয়ে উজ্জ্বলতার উৎসবকে উদযাপন করার দিন। এমন দিনে মন খারাপ, দুঃখ, শোককে কাটিয়ে তোলার শপথও নেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র বলছে , সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তাও দেখায় দীপাবলি। কীভাবে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসবেন এই দীপাবলিতে, জেনে নিন।

আর্থিক সমস্যা দূর করার উপায়

আর্থিক সমস্যা দূর করার উপায়

কোনও অশত্থগাছের নিচে যদি এদিন প্রদীপ রাখেন, তাহলে আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। তবে প্রদীপটি রেখে আর সেদিকে তাকাবেন না, তাতে সুফল পাওয়া যায়। দাবি জ্যোতিষবিদদের।

পজিটিভ এনার্জি পেতে..

পজিটিভ এনার্জি পেতে..

অনেক সময় দেখা যায় মানসিক অবসাদে অনেকেই ভুগছেন । আর এর কারণ হিসাবে নেগেটিভ এনার্জিকে মনে করা হয় দোষী। সেই কারণে যেকোনও মন্দিরে প্রীদপ দান দিওয়ালির দিন শুভ বলে মনে করা হয়।

অর্থ লাভ করতে চাইলে

অর্থ লাভ করতে চাইলে

যদি চান আর্থিক সঞ্চয় বাড়াতে, তাহলে ঘরের কোণ প্রদীপ দিয়ে সাজান। মিলবে আর্থিক উন্নতি। দাবি করছেন জ্যোতিষবিদরা।

সমৃদ্ধি পেতে...

সমৃদ্ধি পেতে...

জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে চাইলে দীপাবলির দিন বাড়ির সদর দরজায় প্রদীপ লাগিয়ে রাখুন। এতে জীবনে সমৃদ্ধি , শান্তি ,সুখ ফিরে আসে।

বেল গাছের নিচে লাগান প্রদীপ

বেল গাছের নিচে লাগান প্রদীপ

বাড়িতে বেলগাছ থাকলে তার নিচে যদি রাখেন প্রদীপ , তাহলে তা বাড়ির সার্বিক পরিস্থিতি উন্নত করে তোলে। এমনই দাবি জ্যোতিষবিদদের।

English summary
The festival of lights and celebrated by one and every Hindu, Sikh, Jain, and Buddhist across the Word. It is a celebration where darkness is ended by lighting Lamps and diyas. There are many mythological stories in India, which reflect the celebration of Diwali. In one instance it is believed that there are 12 different mythological story that indicates the celebration of Diwali. One of the popular mythological belief is mentioned below.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X