For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধন-দৌলত বাড়াতে 'উইন্ডচাইম' রাখুন বাড়িতে, কোন দিকে রাখবেন একে জেনে নিন

বাড়িতে ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করে উইন্ডচাইম। কোনও রকমের সমস্যা বা ধনদৌলত সম্পর্কীয় বিধা বিপত্তি হলেও তা কাটাতে সাহায্য করে উইনচাইম। এমনই মত বহু বাস্তুবিশেষজ্ঞের।

  • |
Google Oneindia Bengali News

বাড়িতে ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করে উইন্ডচাইম। কোনও রকমের সমস্যা বা ধনদৌলত সম্পর্কীয় বিধা বিপত্তি হলেও তা কাটাতে সাহায্য করে উইনচাইম। এমনই মত বহু বাস্তুবিশেষজ্ঞের। তবে ধন সম্পত্তি বাড়াতে যেমন তা সাহায্য করে, তেমনই জানতে হবে যে এই উইন্ডচাইম কোনদিকে লাগালে তা সুখকর ফল দেয়। জেনে নেওয়া যাক উইন্ডচাইম নিয়ে কয়েকটি বাস্তু টিপস।

ধাতুর উইন্ডচাইম

ধাতুর উইন্ডচাইম

ধাতু নির্মিত উইন্ডচাইম বাড়িকে পশ্চিম , উত্তর বা উত্তর পশ্চিম দিকে লাগানো কার্যকরী হবে। এরফলে সম্পত্তি যেমন বাড়বে, তেমনই গৃহস্থে শিশুদের স্বাস্থ্য ভালো রাখা যাবে। উত্তর দিকে এই উইন্ডচাইম টাঙালে বেকারত্ব যেমন ঘোচে, তেমনই সন্তানের পড়াশুনোরও উন্নতি হয়।

[আরও পড়ুন:ধনসম্পত্তি বাড়াতে এই সহজ উপায়ে বাড়িতে রাখুন 'কর্পূর', গৃহস্থে আসবে সমৃদ্ধি][আরও পড়ুন:ধনসম্পত্তি বাড়াতে এই সহজ উপায়ে বাড়িতে রাখুন 'কর্পূর', গৃহস্থে আসবে সমৃদ্ধি]

কাঠের উইন্ডচাইম

কাঠের উইন্ডচাইম

কাঠের উইন্ডচাইম পূর্বদিকে রাখা ভালো। দক্ষিণ ও দক্ষিণ পূর্বেও এটি উপযুক্ত। এটি দক্ষিণ দিকে রারকলে বাড়িতে অর্থসমাগম হয়। দক্ষিণ পূর্ব দিকে রাখলে তা নিয়ে আসে মান সম্মান।

[আরও পড়ুন:সম্পর্কে কি চিড় ধরছে ! গৃহস্থে মেনে চলুন এই সহজ পন্থাগুলি গড়ে উঠবে বন্ধুত্ব][আরও পড়ুন:সম্পর্কে কি চিড় ধরছে ! গৃহস্থে মেনে চলুন এই সহজ পন্থাগুলি গড়ে উঠবে বন্ধুত্ব]

সেরামিকের উইন্ডচাইম

সেরামিকের উইন্ডচাইম

সেরামিকের উইন্ডচাইম সাধারণত রাখা উচিত দক্ষিণ পশ্চিমে, বা বাড়ির মধ্যভাগে, বা উত্তর পূর্ব দিকে। তবে দক্ষিণ দিকে ভুলেও সেরামিকের উইন্ডচাইম রাখা ঠিক নয়। এটি স্টোর রুমেও রাখা ঠিক নয় বলে দাবি অনেক বিশেষজ্ঞের।

দোকানে উইন্ডচাইম

দোকানে উইন্ডচাইম

দোকানে বা বাড়ির প্রবেশের পথে উইন্ডচাইম টাঙিয়ে রাখলে তা ইতিবাচক এনার্জি দিয়ে থাকে। এর ফলে বাড়িতে বা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়।

কীভাবে চিনবেন উইন্ডচাইম?

কীভাবে চিনবেন উইন্ডচাইম?

ভালো উইন্ডচাইম কিনতে গেলে দেখে নিতে হবে তার যেন ৬ থেকে ৮ টা রড থাকে। সেই উইন্ডচাইমগুলি বাড়ির পক্ষে সুখকর। এরফলে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে।

English summary
tips to attract positivity with wind chimes at Home, that attracts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X