For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাবার খাওয়ার পর এই একটা ভুল আপনাকে দরিদ্র করে দিতে পারে, এখনই ত্যাগ করুন এই অভ্যাস

Google Oneindia Bengali News

খাওয়া-দাওয়া নিয়ে মানুষের অনেক ধরনের অভ্যাস থাকে। খাবার খাওয়ার সময়, ধরন, খাবার খাওয়ার জায়গা ইত্যাদি এই অভ্যাসের সঙ্গে যুক্ত থাকে। এরমধ্যে অনেক কিছু ঠিক হয় আবার কিছু ভুলও হয়। বাস্তু শাস্ত্রে খাবার তৈরি করা থেকে শুরু করে খাবার খাওয়া এবং এরপরের পালন করা নিয়মের ব্যাপারে বলা হয়েছে। এর অনুসারে খাবার খাওয়ার সময়ের একটি ভুল মা লক্ষ্মীকে রুষ্ট করে দেয়। ধনের দেবী মা লক্ষ্মীর রাগ ব্যক্তিকে দরিদ্র পর্যন্ত করে দিতে পারে। যদি আপনার মধ্যেও এরকম খারাপ স্বভাব রয়েছে তাহলে এটাকে শীঘ্র দূর করুন।

থালায় হাত ধোওয়া উচিত নয়

থালায় হাত ধোওয়া উচিত নয়

অনেক মানুষের স্বভাব রয়েছে খাবার খাওয়ার পর থালাতেই নিজের হাত ধুয়ে নেন। এরকম করা খুবই ভুল। থালায় এঁটো হাত ধোওয়ার এই স্বভাব দেবী অন্নপূর্ণা ও দেবী লক্ষ্মীকে রুষ্ট করে দেয়। মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার এই ক্ষোভ ব্যক্তিকে গরীব করে দেয় এবং এক টুকরো খাবারে জন্য অতিষ্ট করে তোলে। এই স্বভাব পরিবারে দরিদ্রতা নিয়ে আসে। তাই এই স্বভাবকে দ্রুত ত্যাগ করুন।

এঁটো বাসন রান্নাঘরে নয়

এঁটো বাসন রান্নাঘরে নয়

কখনও রান্নাঘরে রাতে এঁটো বাসন ছেড়ে আসবেন না। রাতে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তবে শুতে যান। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন।

জলের পাত্রের পাশে প্রদীপ জ্বালান

জলের পাত্রের পাশে প্রদীপ জ্বালান

রান্নাঘরে জলের পাত্রের পাশে প্রদীপ জ্বালিয়ে রাখুন এতে মা লক্ষ্মী আপনার ওপর কৃপাদৃষ্টি দেবেন।

স্নান করে রান্না করুন

স্নান করে রান্না করুন

সর্বদা স্নান করার পরেই রান্না করবেন এবং প্রথম রুটি গরুকে অবশ্য খাওয়াবেন। এছাড়া শেষ রুটি কুকুরকে খাওয়ান।

কোনদিকে মুখ করে খাবার খাওয়া উচিত

কোনদিকে মুখ করে খাবার খাওয়া উচিত

কখনও দক্ষিণ দিশায় মুখ করে খাবার খাওয়া উচিত নয়। উত্তর বা পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া সবথেকে শুভ বলে মনে করা হয়।

ভাত নষ্ট করবেন না

ভাত নষ্ট করবেন না

কখনও ভাত নষ্ট করতে নেই। থালায় অতটাই নিন যতটা আপনি খেতে পারবেন। অন্নের অপমান করার অর্থ মা লক্ষ্মীর অপমান করা। গরীবদের নিয়মিতভাবে ভোজন করান।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

English summary
Do not do this mistake after eating, bad luck will not leave behind
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X