For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেজাজ যখন তখন পাল্টে যায় এই সমস্ত রাশির জাতক-জাতিকাদের

আশেপাশে এমন অনেক মানুষই রয়েছেন যাঁরা সময়ে সময়ে অচেনা হয়ে যান। অনেকেই এমন হয়ে থাকেন মেজাজের যখন তখন পরিবর্তনের জন্য।

  • |
Google Oneindia Bengali News

আশেপাশে এমন অনেক মানুষই রয়েছেন যাঁরা সময়ে সময়ে অচেনা হয়ে যান। অনেকেই এমন হয়ে থাকেন মেজাজের যখন তখন পরিবর্তনের জন্য। জ্যোতিষ শাস্ত্র বলছে , যখন তখন মেজাজ পাল্টে যাওয়ার নেপথ্যে রয়েছে রাশিগত কিছু প্রভাব দেখে নেওয়া যাক কোন রাশির জাতকরা বেশি 'মুডি'।

মেষ

মেষ

মেষ রাশির জাতকরা সময়ে সময়ে মেজাজ পরিবর্তন করে ফেলেন। এঁরা একদমই নিজেদের মেজাজের খেয়ালে চলেন। রেগে গেলে এঁরা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন। এমনকি নিজের সবচেয়ে পছন্দের বন্ধুকেও এঁরা দূরে সরিয়ে দিতে পারেন সহজে.

মিথুন

মিথুন

বিভিন্ন সময়েই মিথুন রাশির জাতকদের মেজাজ বিগড়ে যায়। আর তার প্রকাশ বার বার জনসমক্ষে উঠে আসে। সোশ্যাল মিডিয়াতে তাঁদের বিভিন্ন পোস্ট বা আচার আচরণের মাধ্যমে এই সমস্ত দিক উঠে আসে সহজে।

কর্কট

কর্কট

যেকোনও বিষয় নিয়েই কর্কট রাশির জাতকরা খুব গভীরভাবে চিন্তাভাবনা করেন। আর সেই চিন্তার কারণে যখন তথরন এঁদের মেজাজ পাল্টে যায়।

তুলা

তুলা

তুলা রাশির জাতকরা অনেক সময়েই নিজের এলাকার বাইরের বিষয় নিয়ে নাক গলান। আর সেই কারণে মেজাজ মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। কোনও অদ্ভুত চিন্তা মাথায় বসে গেলে, তাদের মেজাজ আর ঠিক করা যায় না।

[আরও পড়ুন:আপনার কোন স্বভাবটি সবচেয়ে খারাপ ! বলে দিচ্ছে রাশিফল][আরও পড়ুন:আপনার কোন স্বভাবটি সবচেয়ে খারাপ ! বলে দিচ্ছে রাশিফল]

বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতকরা হাবে ভাবে বুঝিয়ে দেন যে তাঁদের কি পছন্দ আর কী পছন্দ নয়। নিজের অপছন্দের জিনিস একবার এদিক থেকে ওদিক হলেই মেজাজ তুঙ্গে থাকে।

[আরও পড়ুন:রোজ রাতে দুঃস্বপ্ন দেখছেন! সুখের সময় আনতে জানুন কিছু বাস্তু টিপস][আরও পড়ুন:রোজ রাতে দুঃস্বপ্ন দেখছেন! সুখের সময় আনতে জানুন কিছু বাস্তু টিপস]

মীন

মীন

মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ হঠাৎ করে মন খারাপ গ্রাস করে নেয় । আশপাশের অনেকেই এজন্য মন ক্ষুন্ন হন। নিজের মনের কথা খুলে বলতে না পারার জন্যই এমন হয়, দাবি করছে জ্য়োতিষ শাস্ত্র।

[আরও পড়ুন:সন্দেহপ্রবণতা কাদের মধ্যে সবচেয়ে বেশি থাকে! বলে দিচ্ছে এই বিশেষ শাস্ত্র][আরও পড়ুন:সন্দেহপ্রবণতা কাদের মধ্যে সবচেয়ে বেশি থাকে! বলে দিচ্ছে এই বিশেষ শাস্ত্র]

English summary
While we are sure about the reactions of our friends in a particular situation, guessing about the moods of some others seems just an impossible task, because of the frequent mood swings they get. And that is how moody people are.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X