For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়িতে অমঙ্গল রুখতে ভুলেও রাখবেন না এইসব জিনিস, নাহলে আসবে দুর্ভাগ্য

বাড়িতে অমঙ্গল রুখতে ভুলেও রাখবেন না এইসব জিনিস, নাহলে আসবে দুর্ভাগ্য

Google Oneindia Bengali News

গোটা বিশ্বে ইতিবাচক শক্তির পাশাপাশি অনেক নেতিবাচক শক্তিও রয়েছে। ইতিবাচক শক্তি জীবনে সৌভাগ্য এনে দেয়। আবার সেই সঙ্গে নেতিবাচক শক্তি জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। এমন অনেক অশুভ জিনিস রয়েছে যেগুলো ঘরে থাকলে বা দেখা দিলে জীবনে অশান্তি নেমে আসে। অশান্তি নেমে আসার আগেই এই বিষয়গুলি নিয়ে সাবধান হওয়া দরকার। দেখে নেওয়া যাক, সেইগুলো কীকী।


ঘরে পোকামাকর ও ইঁদুর

ঘরে পোকামাকর ও ইঁদুর

অনেক সময় গৃহস্থের ঘরে বিভিন্ন ধরনের পোকামাকড় ও ইঁদুর দেখতে পাওয়া যায়। বিশেষ করে ঘর অগোছালো নোংরা করে রাখলে সেই সমস্ত জায়গায় বাসা করে ইঁদুর, উইপোকা সহ বিভিন্ন ধরনের পোকামাকড়। কিন্তু এই ঘটনা ভালো নয়। গৃহস্থের অকল্যাণ ঘটে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। কথিত আছে, আচমকাই এই ধরনের পোকামাকড় বা ইঁদুরের আগমণ জীবনে অশান্তি ডেকে আনে।

শুকনো তুলসী গাছ

শুকনো তুলসী গাছ

বাড়িতে কোনো মরা বা শুকনো গাছ রাখতে নেই। অনেক সময় বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায়। তুলসী নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। শুকনো তুলসী গাছ জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। বাড়িতে বার বার তুলসী গাছ বসানোর পরেও যদি তা মরে যায় তাহলে এই ঘটনা খারাপ কিছু ঘটার ইঙ্গিত দেয়। সেই সঙ্গে তুলসী মণ্ডপের পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন।

 লাল পিঁপড়ে

লাল পিঁপড়ে

যে কোনও পশু বা প্রাণীদের ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের থেকে অনেক বেশি সচল। তারা আগে থেকেই ভালো সময়,খারাপ সময়ের আভাস পায়। বাড়িতে কী ধরনের পিঁপড়ে বাসা বেঁধেছে তার থেকে আগামী দিন কেমন যাবে জানা যায়। বাস্তু অনুযায়ী মনে করা হয় যে লাল পিঁপড়ে খারাপ সময় বয়ে আনে। ঘরে লাল পিঁপড়ে দেখলে সাবধান হওয়া উচিত কারণ এটি ইঙ্গিত দেয় যে সামনে দুঃসময় আসতে চলেছে। আর্থিক অনটন শুরু হতে পারে। তবে কালো পিঁপড়েকে শুভ বলে মনে করা হয়।

 পেঁচার কান্না

পেঁচার কান্না

পেঁচা হলেন স্বয়ং মা লক্ষ্মীর বাহন। অনেকেই বিশ্বাস করেন যে বাড়িতে যদি সাদা পেঁচার আগমন হয় তাহলে তা খুবই সৌভাগ্যের বিষয়। কিন্তু পেঁচা এমনি দেখা গেলে তা শুভ হলেও আবার পেঁচার কান্না বাড়িতে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। অনেক বাড়িতে টানা কয়েকদিন ধরে পেঁচার কান্না শুনতে পাওয়া যায়, তাহলে সেটা জীবনে খারাপ সময় বয়ে নিয়ে আসে।

ভাঙা কাঁচ

ভাঙা কাঁচ

অন্যান্য অশুভ জিনিসের মতই বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে ভাঙা কাঁচ রাখা উচিত নয়। কিন্তু অনেকেই আছেন যাঁরা ভাঙা কাঁচের টুকরো দিয়ে নানা রকমের জিনিস তৈরি করে বাড়িতে সাজিয়ে রাখেন বা টুকরো কাঁচের জিনিস কিনে আনেন। এইসব একদমই শুভ হয় না বাড়ির জন্য। বিশেষ করে বাড়িতে ভাঙা আয়না বা বাড়িতে যেকোনো ভাঙা কাঁচ সরিয়ে ফেলতে হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)

বাস্তু মতে করুন এই সামান্য উপায়, বাড়িতে সর্বদা বজায় থাকবে ধন সম্পত্তির আগমন বাস্তু মতে করুন এই সামান্য উপায়, বাড়িতে সর্বদা বজায় থাকবে ধন সম্পত্তির আগমন

English summary
these things are not good to keep these things at home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X