India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভালো সময় আসার আগে পাওয়া যায় এই সঙ্কেতগুলি, আপনি কোনটা পাচ্ছেন দেখুন তো

Google Oneindia Bengali News

সময় সর্বদা একরকম থাকে না। মানুষের জীবনে অনেক চড়াই-উৎরাই দেখা দেয়। তবে এই চড়াই-উৎরাই আসার আগে অনেকবার পূর্ব সঙ্কেত পাওয়া যায়। যখন ভালো সময় আসে তখন তার সঙ্গে করে প্রচুর সুখ, উন্নতি, টাকা-পয়সা,ভালোবাসা, সম্মান নিয়ে আসে। আবার খারাপ সময় আসলে ব্যক্তির কাছে যা ছিল সব কেড়ে নেওয়া হয়। ভালো সময়ে মানুষ বড় থেকে অতিবড় সমস্যা থেকেও সহজে বেরিয়ে আসে। অন্যদিকে খারাপ সময় ছোটখাটো সমস্যাও বড় লোকসান করে দেয়। আজকে আমরা সেই সঙ্কেতগুলো সম্পর্কে জানব যা বলে দেবে আপনার ভালো সময় শুরু হতে চলেছে।

ভালো সময় আসার সঙ্কেতগুলে সম্পর্কে এবার তাহলে জেনে নেওয়া যাক-

বারান্দায় চড়ুই পাখি আসা

বারান্দায় চড়ুই পাখি আসা

যদি বাড়ির উঠোন বা বারান্দায় চড়ুই পাখি এসে বসে এবং কিচিরমিচির করে তাহলে আপনার জীবনে সুখের আগমনের সঙ্কেত দিচ্ছে। এটি সম্পর্কে মধুরতা ও সুখ-সমৃদ্ধি বাড়ার সঙ্কেত।

গরুর গোবর

গরুর গোবর

যদি গরু বাড়ির সামনে এসে গোবর দিয়ে যায় বা ডাকাডাকি করলে তা ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ। এই অবস্থায়, ব্যক্তি ভাল অর্থ লাভ করে। শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান।

ঘোড়ার নাল

ঘোড়ার নাল

রাস্তায় ঘোড়ার নাল পাওয়া সৌভাগ্যের সক্ষণ। এরকম বিরল ঘটনা কারোর কারোর সঙ্গে ঘটে। শনিবার ছাড়া অন্য যে কোনও দিনে যদি এরকমভাবে রাস্তায় ঘোড়ার নাল পাওয়া যায় তবে তাকে অবশ্যই নিজের কাছে রাখুন।

প্রজাপতি দেখা

প্রজাপতি দেখা

আচমকা আপনার কাছাকাছি সুন্দর সুন্দ প্রজাপতি যদি দেখতে পান তবে বুঝবেন এটি জীবনে সুখের রঙ ভরার সঙ্কেত।

ঘরের সামনে আকুন্দ ফুলের চারা

ঘরের সামনে আকুন্দ ফুলের চারা

ঘরের সামনে যদি আকুন্দ ফুলের চারা নিজে থেকেই গজিয়ে যায় তবে ঘরের সদস্যদের ভাগ্য বদলে যেতে পারে। এটা কিছুদিনের মধ্যে ধনী হওয়ার সঙ্কেত।

সাপ বা বাঁদর দেখা

সাপ বা বাঁদর দেখা

কোথাও যাওয়ার সময় যদি আপনি আপনার ডান দিকে একটি সাপ বা বাঁদর দেখতে পান তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি প্রচুর অর্থ পাবেন।

পুজোর নারকেল বা ঘন্টাধ্বনি শোনা

পুজোর নারকেল বা ঘন্টাধ্বনি শোনা

সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি পুজোর নারকেল দেখা যায় বা মন্দিরের ঘণ্টাধ্বনি শোনা যায়, তাহলে এটিও ধন-সম্পদ ও উন্নতি লাভের লক্ষণ।

গুপ্ত নবরাত্রি কবে, কী ভোগ দেবেন এবং পুজোর শুভ মুহূর্ত সম্পর্কে সব তথ্য জানুনগুপ্ত নবরাত্রি কবে, কী ভোগ দেবেন এবং পুজোর শুভ মুহূর্ত সম্পর্কে সব তথ্য জানুন

English summary
These auspicious signs are indicate before the good times come, see what you get
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X