For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুলেও মানিব্যাগে রাখবেন না এইসব জিনিস, নাহলে হবে সব অর্থনাশ

ভুলেও মানিব্যাগে রাখবেন না এইসব জিনিস, নাহলে হবে সব অর্থনাশ

Google Oneindia Bengali News

সমাজের প্রত্যেক মানুষই নিজেদের জীবনে আর্থিক সচ্ছলতা কামনা করে থাকেন। সেই সঙ্গে প্রত্যেকেরই কামনা থাকে যে তাঁদের মানিব্যাগ সবসময় টাকা পয়সায় পূর্ণ থাকুক। কিন্তু সবসময় সকল মানুষের জীবনে আর্থিক স্বচ্ছলতা একই রকম থাকে না। অনেক সময় সেখা যায় যে জীবনের এক সময় বহু অর্থ উপার্জন করার পরেও পর্যাপ্ত পরিমানে টাকা জমিয়ে রাখতে সক্ষম হন না বহু ব্যক্তি। আবার মনে করা হয় যে মানিব্যাগ কেউ ব্যবহার করছেন কোনও অজানা কারণে সেই মানিব্যাগ থেকে অকারনে টাকা খরচ হয়ে যাচ্ছে জলের মত। সেক্ষেত্রে জ্যোতিষ মতে মনে করা হয় যে টাকা-পয়সা সঠিকভাবে রাখলে যে কোনও ব্যক্তির আর্থিক অবস্থা মজবুত হয়। অন্যদিকে, যদি অর্থ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলে আর্থিক জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। জেনে নেওয়া যাক বাস্তু মতে টাকা রাখার সঠিক নিয়ম।

পার্সে রাখা অশুভ বস্তু

পার্সে রাখা অশুভ বস্তু

বাস্তুশাস্ত্র অনুসারে কিছু কিছু জিনিস পার্সে রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে বিশ্বাস করা হয় যে এইসব জিনিসের উপস্থিতিতে টাকা বাঁচিয়ে রাখা যায়না, উল্টে বাড়তে থাকে খরচও। যেমন পুরনো কাগজ, বিল, রসিদ, পার্সের ভিতরে রাখা একদমই উচিত নয়। এই জিনিসগুলি পার্সে রাখলে রাহুর প্রভাব বাড়ে। যে কারণে ব্যয়ের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না।

 লোহার বস্তু হইতে সাবধান

লোহার বস্তু হইতে সাবধান

বাস্তু অনুসারে, কোনও লোহার তৈরি জিনিস, বিশেষত ধারালো জিনিস বা ইস্পাতের ছুরি, ব্লেড ইত্যাদি কখনই পার্সে রাখা উচিত নয়। এ ছাড়া ওষুধও পার্সে রাখা উচিত নয়। মানিব্যাগে এই জিনিসগুলি রাখলে পকেটে টাকা থাকে না বলে বিশ্বাস করা হয়।

 ছেঁড়া পার্স ব্যবহার

ছেঁড়া পার্স ব্যবহার

জ্যোতিষ শাস্ত্র অনুসারে কখনই ছেঁড়া মানিব্যাগ ব্যবহার করা উচিত নয়। আসলে মনে করা হয় ছেঁড়া বা খারাপ জিনিস শনি এবং রাহুর খারাপ প্রভাব বৃদ্ধি করে। তাই ছেঁড়া পার্স ব্যবহার করলে সেই মানুষের জীবনে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। সেইজন্য পার্স ছিঁড়ে গেলে সঙ্গে সঙ্গে তা পরিবর্তন করা উচিত।

খুচরো পয়সার শব্দ

খুচরো পয়সার শব্দ

জ্যোতিষ শাস্ত্র মতে বিশ্বাস করা যে পার্স থেকে খুচরো পয়সার ছন ছন শব্দ আসা উচিত নয়। ধন-সম্পদের আধার মনে করা হয় মানিব্যাগকে। তাই বিশ্বাস করা জয় যে এই শব্দ হলে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং তাঁর আশীর্বাদ লাভ থেকে বঞ্চিত হন সেই ব্যক্তি। তবে পার্সে সম্পদের দেবী মা লক্ষ্মীর ছবি রাখা শুভ বলে মনে করা হয়। এটি জীবনে অর্থ প্রবাহ ধরে রাখতে সাহায্য করে। বাস্তুশাস্ত্র অনুসারে নিয়মানুযায়ী পার্সে টাকা রাখা উচিত। বাস্তু মতে মুদ্রা এখানে-ওখানে পড়ে থাকলে ঋণের সমস্যা বাড়তে পারে। তাই টাকা পয়সা যতটা সম্ভব গুছিয়ে রাখা উচিত।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)

আজ থেকে শুরু বুধাদিত্য যোগ! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনিআজ থেকে শুরু বুধাদিত্য যোগ! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি

English summary
the write way to put your money bag on vastu and astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X