For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুলেও করবেন না এইসব কাজ, নাহলে জীবনে ঘনাবে ঘোর বিপদ!

ভুলেও করবেন না এইসব কাজ, নাহলে জীবনে ঘনাবে ঘোর বিপদ!

Google Oneindia Bengali News

ভারতের সনাতন ধর্ম শাস্ত্র, পুরাণ, উপনিষদ সহ একাধিক কাব্যে মানুষের জীবনের সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। যেগুলি যদি ঠিকমত অনুসরণ করে চলে যায় তাহলে সারা জীবন সুখী হওয়া যায়। এছাড়াও বিশেষ কিছু পুরাণে এমন এমন কাজের কথা উল্লেখ করা হয়েছে, যা করলে জীবনে ঘোর অমঙ্গল হয় বলে মনে করা হয়। আসলে এইসব কাজগুলি কোনও ব্যক্তির বয়সকে প্রভাবিত করে। সনাতন ধর্ম, জ্যোতিষ ও পুরাণ অনুযায়ী জেনে নেওয়া যাক কোন কোন কাজ করলে কমে যেতেপারে ব্যক্তির আয়ু।

দেরি করে ঘুম থেকে ওঠা

দেরি করে ঘুম থেকে ওঠা

কথাতেই বলা হয় তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি উঠলে স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু অনেকেই আছেন যাঁরা অনেক রাত পর্যন্ত জেগে থাকেন। কিন্তু সকালে তাড়াতাড়ি ওঠেননা। কিন্তু পুরাণ অনুযায়ী, সকালে দেরি করে ঘুম থেকে উঠলে আয়ু কমে যায়। পুরাণ অনুসারে, প্রত্যেক মানুষেরই ব্রহ্ম মুহুর্তে জেগে ওঠা উচিত। এই সময় বলা হয় ভোর ৩টে থেকে ৫টার মধ্যবর্তী সময়। তা যদি নাও হয় তাহলে অন্তত সকাল ৭টার মধ্যে ঘুম থেকে জেগে ওঠা উচিত। আসলে সকালের বাতাস বিশুদ্ধ থাকে। যা অনেক রোগ নিরাময় করতে পারে। তাই দেরি করে ঘুম থেকে উঠলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে, যার ফলে কমে যেতে পারে স্বাভাবিক আয়ু।

 রাতে দই খাওয়া

রাতে দই খাওয়া

মনু সংহিতা সহ একাধিক পুরাণে প্রতিদিনের জীবনে খাওয়া, কাজকর্ম, এবং জীবনযাপন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সেক্ষেত্রে মনে করা হয় রাতে দই খাওয়া একদম ঠিক নয়। কারণ দই সাধারণত শরীর ঠান্ডা রাখে। তাই রাতে এটি খেলে ঠান্ডা লেগে অনেক রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যার কারণে বয়সের উপর প্রভাব পড়তে পারে।

 শবদাহ করা

শবদাহ করা

শবদাহ করার সময় মৃতের শরীর থেকে অনেক ধরনের ক্ষতিকারক পদার্থ বের হয়। মৃত ব্যক্তির দেহ পুড়িয়ে ফেলা হলে মৃতদেহের সঙ্গে কিছু ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস হয়ে যায়। আবার কিছু ধোঁয়ার সঙ্গে মিশে বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে। একজন মানুষ যখন সেই ধোঁয়ার সংস্পর্শে আসেন তখন তাঁর শরীরে সেই ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রশ্বাসের সঙ্গে ঢুকে যায় যা নানা ধরনের রোগ ছড়ায়। সেসব রোগের কারণে মানুষের বয়স কমে যেতে পারে।

বাসি মাংস খাওয়া

বাসি মাংস খাওয়া

শুকনো ও বাসি মাংস যে কোনও মানুষের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। শুকনো ও বাসি মাংস খেলে ক্যান্সারের মত রোগও হতে পারে। বাসি মাংসে উৎপন্ন ব্যাকটেরিয়া পাকস্থলীতে প্রবেশ করে, যা নানা ধরনের রোগের কারণ হতে পারে। তাই পুরাণ অনুযায়ী এইসব খাওয়া নিষিদ্ধ বলা হয়।

জেনে নিন আজ কোন রাশির ভাগ্য ভালো, আর কে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়বেন জেনে নিন আজ কোন রাশির ভাগ্য ভালো, আর কে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়বেন

English summary
the reason for the decrease in life expectancy as per astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X