For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুন মাসে অবস্থান পরিবর্তন করতে চলেছে এইসব গ্রহ, জেনে নিন তারিখ ও সময়

জুন মাসে অবস্থান পরিবর্তন করতে চলেছে এইসব গ্রহ, জেনে নিন তারিখ ও সময়

Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্র অনুসারে, নির্দিষ্ট সময় অন্তর মহাজগতের সব গ্রহগুলির অবস্থান পরিবর্তন ঘটে। আর যখন এই অবস্থানের পরিবর্তন ঘটে তখন তা ব্যাপক প্রভাব ফেলে সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনের উপর। আগামী জুন মাসে কিছু প্রধান গ্রহের রাশিচক্রের পরিবর্তন ঘটতে চলেছে। আর এইসব গ্রহের রাশি পরিবর্তনের কারণে কোনও কোনও রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে ভালো পরিবর্তন হয়, আবার কোনও কোনও রাশির জাতক জাতিকার জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয়। জুন মাসের আগে আগে এপ্রিল মাসে অনেক গ্রহের অবস্থান পরিবর্তন হতে দেখা গিয়েছে। গত এপ্রিল মাসে বৃহস্পতি, শনি, রাহু, কেতু নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন। অপরদিকে সূর্য, বুধ, মঙ্গল, শুক্র এবং চন্দ্র প্রায় প্রতি মাসেই তাদের অবস্থান পরিবর্তন করে থাকেন। সেই মতই জুন মাসে বেশকিছু গ্রহের পরিবর্তন হতে চলেছে এবং কোন রাশিতে শুভ ও অশুভ প্রভাব পড়বে তা বিশ্লেষণ করেছে জ্যোতিষশাস্ত্র।

সূর্যের স্থান পরিবর্তন

সূর্যের স্থান পরিবর্তন

প্রতি মাসেই নিজের স্থান পরিবর্তন করে থাকেন গ্রহদের অধিপতি সূর্যদেব। ২০২২ সালের জুন মাসের ১৫ তারিখে অবস্থান পরিবর্তন করবেন সূর্য। তাঁকে জীবনীশক্তি, সম্মান, খ্যাতি ও পিতার কারাক গ্রহ বলে মনে করা হয়। ভগবান সূর্য জুন মাসে স্থান পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন। জ্যোতিষ গণনা অনুযায়ী, ১৫ই জুন ২০২২ তারিখ বুধবার রাত্রি ১১টা বেজে ৫৮ মিনিটে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবেন।

 মঙ্গল গ্রহের স্থান পরিবর্তন

মঙ্গল গ্রহের স্থান পরিবর্তন

২০২২ সালের আগামী জুন মাসের ২৭ তারিখে, পরাক্রমশালী এবং পৃথিবী পুত্র মঙ্গল নিজের স্থান পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। মঙ্গল গ্রহের এই স্থান পরিবর্তন ২৭ জুন সোমবার ভোর ৫টা বেজে ৩৯ মিনিটে ঘটবে।

বুধ গ্রহের স্থান পরিবর্তন

বুধ গ্রহের স্থান পরিবর্তন

নিজের সৌম্য দর্শনের জন্য বুধকে গ্রহদের রাজকুমার হিসেবে মনে করা হয়। আগামী জুন মাসের প্রথম গ্রহ পরিবর্তন ঘটতে চলেছে বুধেরই। চলতি বছর, অর্থাৎ ২০২২ সালের ৩জুন তারিখে বাকশক্তি ও বুদ্ধির দেবতা বুধ নিজের বিপরীতমুখী গতি ছেড়ে পুনরায় সামনের দিকে অগ্রসর হবেন।

শনি বিপরীতমুখী চলন

শনি বিপরীতমুখী চলন

ন্যায়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় শনিদেবকে। ইতিমধ্যেই প্রায় আড়াই বছর পর শনিদেব নিজের অবস্থান পরিবর্তন করে কুম্ভ রাশিতে অবস্থান করছেন। কিন্তু আগামী ৫ জুন ২০২২ তারিখে শনি আবার নিজের অবস্থান থেকে পিছিয়ে যাবেন। আর শনি বিপরীতমুখী চলন ব্যাপক প্রভাব ফেলবে রাশিচক্রে।

 শুক্রের অবস্থান পরিবর্তন

শুক্রের অবস্থান পরিবর্তন

সমগ্র গ্রহচক্রে বৃহস্পতির পর শুক্র হল সবথেকে শুভ গ্রহ। আর এই গ্রহ সম্পদ, বৈভব, সুখ, আরাম ও সৌন্দর্যের কারক গ্রহ হিসেবে বিবেচিত হয়। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের আগামী ১৮ জুন তারিখে শুক্র নিজের অবস্থান পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন।

জুনে রাশিদের অবস্থান

জুনে রাশিদের অবস্থান

হাতে আর মাত্র ১দিন। তারপরেই আসতে চলেছে বছরের ষষ্ঠ মাস জুন। এই মাসে একদিকে যেমন বেশকিছু গ্রহের অবস্থান পরিবর্তন ঘটবে অন্যদিকে তেমনই সমগ্র রাশির জাতক জাতিকাদের মধ্যেও আলাদা আলাদা প্রভাব ফেলবে। তারমধ্যে যেখানে বেশকিছু রাশির জন্য শুভ হতে চলেছে জুন মাস, তেমনই বেশকিছু রাশির জন্য তা খুব একটা ভালো ফল দেবে না। যেমন বৃষ, মিথুন, তুলা, মকর এবং কুম্ভ এই রাশিগুলির জন্য শুভ হবে আগামী জুন মাস। অপরদিকে বৃশ্চিক, মেষ এবং সিংহ রাশির উপর অশুভ প্রভাব পড়বে জুন মাসে। অন্যদিকে কর্কট, কন্যা , ধনু ও মীন রাশির জন্য মিশ্র যেতে চলেছে আগামী জুন মাস।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

জুন মাসে বদলে যাবে এই পাঁচ রাশির ভাগ্য, মা লক্ষ্মীর আশীর্বাদে হবে বিপুল অর্থলাভ জুন মাসে বদলে যাবে এই পাঁচ রাশির ভাগ্য, মা লক্ষ্মীর আশীর্বাদে হবে বিপুল অর্থলাভ

English summary
the date time and effect of planet transit in june 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X