For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ জুন সূর্যগ্রহণের দিন সাগরে টর্নেডো, বৈদিক মতে গ্রহণের প্রভাব একনজরে

১০ জুন সূর্যগ্রহণের দিন সাগরে টর্নেডো, বৈদিক মতে গ্রহণের প্রভাব একনজরে

  • |
Google Oneindia Bengali News

২০২১ সালের সূর্যগ্রহণের দিনই সাগরে দেখা গিয়েছে টর্নেডোর মতো ভয়াবহ ঝড়। এর আগে ২৬ মে চন্দ্রগ্রহণের দিন সাগরের বুকে ধেয়ে আসে ভয়াবহ সাইক্লোন ইয়াস। সেই প্রাকৃতিক দুর্যোগ কাটাতে না কাটাতেই এদিন ফের একবার সাগরে আছড়ে পড়ে টর্নেডো। সূর্যগ্রহণের ফলে কী কী প্রভাব প্রকৃতিতে পড়তে পারে তা দেখে নেওয়া যাক একনজরে।

সাগর দ্বীপে টর্নেডো

সাগর দ্বীপে টর্নেডো

সূর্যগ্রহণ শুরু হওয়ার সময় দুপুর ১:৪২ মিনিট। আর ঠিক তার আগেই সাগর দ্বীপে শুরু হয়ে যায় টর্নেডোর বিধ্বংসী লীলা। জলভাগের মধ্যেই এই বিধ্বংসী ঝড় কুণ্ডলী পাকিয়ে উঠতে থাকে। ঘূর্ণির দাপট দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পরবর্তীকালে এই ঝড় আর স্থলভাগের দিকে আসেনি বলে খবর।

সূর্যগ্রহণের প্রভাব বৈদিক জ্যোতিষ মতে

সূর্যগ্রহণের প্রভাব বৈদিক জ্যোতিষ মতে

বৈদিক জ্যোতিষ মনে করে যে গ্রহণ সংগঠিত হয়, কারণ রাহু ও কেতু দুই গ্রহের মধ্যে সংঘাত থাকে। যা মোটেও গ্রহ বা বাকি নক্ষত্রে ভালো প্রভাব ফেলে না। রাহু ও কেতুর সঙ্গে সম্পর্কিত রাশিতেও প্রভাব পড়ে বিস্তর। বৈদিক জ্যোতিষ বলছে, যে সমস্ত এলাকা থেকে সূর্যগ্রহণ দেখা যায়, সেই এলাকায় এর প্রভাব দেখা যায়।

গ্রহণের প্রভাবে কী ঘটতে পারে?

গ্রহণের প্রভাবে কী ঘটতে পারে?

বৈদিক জ্যোতিষ বলছে, গ্রহণের প্রভাবে অগ্নিকাণ্ড থেকে বিমান দুর্ঘটনার মতো আশঙ্কা থাকে। যা কখনও ঘটেনি সেরকম কোনও ঘটনাও ঘটে যেতে পারে গ্রহণের প্রভাবে। প্রসঙ্গত, করোনাকালে এদিন সাগর দ্বীপের টর্নেডো আচমকা আছড়ে পড়ায় আতঙ্কিত হন এলাকাবাসীরা।

স্বাস্থ্য থেকে রাজনীতিতে প্রভাব

স্বাস্থ্য থেকে রাজনীতিতে প্রভাব

বৈদিক জ্যোতিষ বলছে, সূর্যগ্রহণের প্রভাব স্বাস্থ্য থেকে রাজনৈতিক জীবনে পড়তে পারে। কোনও রাজনৈতিক নেতা বা নেত্রীকে ঘিরে গ্রহণের প্রবাবে দেশে কোনও স্ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে। রাজনৈতিক ক্ষেত্রে কোনও ভুল সিদ্ধান্তও সূর্যগ্রহণের প্রভাবে এসে পড়ার সম্ভাবনা থাকে। ওছাড়ৃাও স্বাস্থ্যহানির প্রবল সম্ভাবনা থাকে বলে দাবি একাধিক জ্যোতিষবিদের।

দুর্নীতি থেকে বিষক্রিয়া

দুর্নীতি থেকে বিষক্রিয়া

এছাড়াও সূর্যগ্রহণের প্রভাবে দেশে দুর্নীতি সম্পর্কীয় বিভিন্ন দিক প্রকাশ্যে আসে বলে দাবি বৈদিক জ্যোতিষের। অন্যদিকে, কোনও অসাবধানতায় বিষক্রিয়ার মতো ঘটনাও এই সময় উঠে আসতে পারে বলে মত বৈদিক জ্যোতিষশাস্ত্রের।

২০২১ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন,ক্ষণ, তরিখ একনজরে২০২১ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন,ক্ষণ, তরিখ একনজরে

English summary
Surya Grahan on 10 june 2021 effect on nature and live according to vedic astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X