
কর্মস্থানে এই ১০টি বাস্তু টিপস মেনে চললে সফলতা আসবে দ্রুত
বাড়ির পাশাপাশি নিজের কাজের জায়গাতেও কিছু বাস্তু নিয়ম মেনে চললে আপনার সফলতা ও কাজের প্রতি নিষ্ঠা বাড়বে। কারণ এই কর্মজীবনের মাধ্যমেই আমাদের দৈনন্দিন জীবন নির্ভরশীল। বাস্তু শাস্ত্রের মহাগুরু গৌরভ মিত্তল কিছু টিপস দিয়েছেন যাতে আপনার কর্মস্থানে সমৃদ্ধি ও ইতিবাচকতা ফিরে আসে।

* অর্থ ও মূল্যবান জিনিস নিরাপদে উত্তর দিকে করে রাখুন এবং বাস্তুর নিয়ম মতে অ্যাকাউন্ট বিভাগ দক্ষিণ–পূর্ব দিকে হওয়া ভালো
* অফিসে মন্দির কখনই মালিকের বসার জায়গার পেছনে হোযা উচিত নয়।
* মালিকের বসার জায়গা পূর্ব বা উত্তরে হওয়া উচিত। পশ্চিম দিকেও হতে পারে তবে দক্ষিণে একেবারেই নয়।
* অফিসের মালিকের বসার পেছনে মজবুত দেওয়াল থাকা চাই
* অফিসের মালিকের ডেস্ক আয়তকার হওয়া উচিত
* কারখানা বা অফিসের মধ্যবর্তী জায়গা ফাঁকা হতে হবে।
* ম্যানেজার, এক্সিকিউটিভ ও ডিরেক্টরদের জন্য বসার স্থানটি অফিস প্রাঙ্গণের দক্ষিণ, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত থাকতে হবে।
* বাস্তু শাস্ত্র অনুসারে অ্যাকাউন্ট বিভাগকে দক্ষিণ-পূর্ব দিকে বসানো সত্যিই ভাল
* অফিসের উত্তর–পূর্ব দিকে রিসেপশন হওয়াই উচিত।