For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই দিওয়ালিতে ঘরের সদর দরজা সাজিয়ে তুলুন বিশেষভাবে, বাড়িতে সমৃদ্ধি আসবে নিজে থেকেই

এই দিওয়ালিতে ঘরের সদর দরজা সাজিয়ে তুলুন বিশেষভাবে

Google Oneindia Bengali News

দিওয়ালীর সময় ঘর–বাড়ি, অফিস সবকিছু জমিয়ে সাজানো হয়। বাড়ি, ঘরদোর সাজানোর জন্য আলো, ফুল সহ বহু জিনিসের ব্যবহার করা হয়। ঘরের সদর দরজাও আমরা এই সময় সাজিয়ে তুলি। তবে এই বছর সদর দ্বারে যদি কিছু বিশেষ জিনিস দিয়ে সাজিয়ে তোলেন তবে গোটা বছর বাড়িতে সুখ–সমৃদ্ধি বজায় থাকবে। ঘরের সদস্যদের পুরো বছর উন্নতি ও লাভ হতে থাকবে। তাই দিওয়ালি উপলক্ষে মা লক্ষ্মীর আগমনের জন্য ঘর সাজানোর সময় এই জিনিসগুলি ব্যবহার করতে ভুলবেন না। এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন।

স্বস্তিক চিহ্ন

স্বস্তিক চিহ্ন

সমস্ত দেবদেবীর উপাসনার স্থানে স্বস্তিক চিহ্ন দেওয়ার রীতি রয়েছে। এই শুভ লক্ষণটি সিদ্ধিদাতা গণেশের প্রতীক। এটি বিশ্বাস করা হয় যে স্বস্তিক চিহ্ন দিয়ে পুজো করলে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং কোনও বাধা ছাড়াই পুজো শেষ হয়। স্বস্তিক চিহ্ন নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা বাড়ায়। বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন থাকা খুব শুভ বলে মনে করা হয়। এই চিহ্নের ফলে বাড়িতে সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সম্ভব হলে এই সময় রূপোর স্বস্তিক চিহ্ন বাড়ির দরজায় লাগান। যদি সেটা না হয় তবে রোলি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে ঘর থেকে নেতিবাচকতা দূরে থাকবে।

লক্ষ্মীর পা আঁকা

লক্ষ্মীর পা আঁকা

দিওয়ালির সময় বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পা আঁকুন বা স্টিকার লাগান। মনে রাখবেন, লক্ষ্মী দেবীর পা যেন বাড়ির ভেতর আসছে এমনভাবে লাগানো বা আঁকা হয়। এটা খুব শুভ বলে মনে করা হয় আর পুরো বছর মা লক্ষ্মী ওই বাড়িতে বসবাস করেন।

চারমুখী প্রদীপ

চারমুখী প্রদীপ

দিওয়ালির সময় বাড়ির দরজায় চারমুখী প্রদীপ অবশ্যই জ্বালাবেন, এতে বাড়ির নেতিবাচক শক্তি চলে যায় এবং ইতিবাচকতা আসে। বাড়িতে সবসময় খুশির বাতাবরণ থাকে। এছাড়াও চারমুখী প্রদীপ দিয়ে গোটা বাড়ি সাজালে তা দেখতেও অসাধারণ লাগে।

তোরণ

তোরণ

দিওয়ালির সময় বাড়ির দরজা সাজাতে তোরণের জুড়ি মেলা ভার। অনেকের বাড়ির দরজা তোরণ দিয়ে সাজানোর প্রথাও থাকে। আপনার বাড়িতে তা না থাকলেও সাজাতে পারেন। তোরণ সাজানোর জন্য অনেকে তাজা ফুল বা প্লাস্টিকের ফুলের ব্যবহার করে থাকেন, কিন্তু এর সঙ্গে আম ও কলা পাতা দিয়ে তোরণ সাজাতে ভুলবেন না। সম্ভব হলে পুরো বছরই এই তোরণ লাগানো থাকুক।

রঙ্গোলি

রঙ্গোলি

সাজসজ্জা ও সৌন্দর্যের জন্য ঘরের বাইরে রঙ্গোলি তৈরি করা হলেও সৌন্দর্যের চেয়ে এর অন্য গুরুত্ব বেশি। ঘরে সুখ-সমৃদ্ধি আনতে রঙ্গোলির কাছে জল ভর্তি ফুলদানি রাখুন। এছাড়াও রঙীন রঙ্গোলি বাড়িতে ইতিবাচকতা আনতে সহায়তা করবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Decorate the main door of the house with these auspicious things during Diwali,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X