For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোলির দিনে সূর্য-চন্দ্রের বিশেষ অবস্থান করবে মনের সকল ইচ্ছা পূরণ, জানুন প্রার্থনার সঠিক উপায়

হোলির দিনে সূর্য-চন্দ্রের বিশেষ অবস্থান করবে মনের সকল ইচ্ছা পূরণ, জানুন প্রার্থনার সঠিক উপায়

Google Oneindia Bengali News

রঙ এবং আনন্দে ভরা উৎসবের জন্য সকলেই সারা বছর অপেক্ষা করে থাকেন। বাঙালির দোল যা গোটা দেশে পালিত হয় 'হোলি' নামে। এই দিনটিতে সকল মলিনতা দূর করে একে অপরের কাছে আসেন সবাই। জ্যোতিষ ও তন্ত্রের দিক থেকেও এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সূর্য ও চন্দ্রের অবস্থান খুবই বিশেষ, তাই এই দিনটিকে তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে কিছু উপায় অবলম্বন করলেই মিটে যায় জীবনের সব বাধা বিপত্তি।

রোগ দূর করার প্রতিকার

রোগ দূর করার প্রতিকার

হোলির দিন ভগবান শ্রী কৃষ্ণের বিশেষ কৃপা লাভ হয়। সেক্ষেত্রে সুস্বাস্থ্য লাভ করাও সম্ভব। বাড়ির কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে, তাহলে হোলির রাতে তুলসীর মালা দিয়ে 'ওম নমো ভগবতে রুদ্রায় মৃত্যুক মধ্যক মধ্য সংস্থায় মম শর্যম অমৃতম কুরু কুরু স্বাহা' এই মন্ত্র ১০৮ বার জপ করুন। এর জন্য রেজুলেশন করার সময় অবশ্যই অসুস্থ ব্যক্তির নাম নিন। শীঘ্রই অসুস্থ ব্যক্তির স্বাস্থ্যের পার্থক্য দেখা যাবে।

 অর্থ পাওয়ার প্রতিকার

অর্থ পাওয়ার প্রতিকার


দীপাবলির রাত যেমন অর্থ পাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য খুবই বিশেষ, তেমনি ধনী হওয়ার জন্য হোলির রাতটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোলির রাতে আচার অনুসারে চাঁদের পূজা করার পর, চন্দ্রকে কাঁচা গরুর দুধের অর্ঘ্য নিবেদন করুন। এছাড়াও ক্ষীর বা দুধের তৈরি সাদা মিষ্টি নিবেদন করুন। দিন বদলাবে খুব তাড়াতাড়ি।

গ্রহের দোষ দূর করার প্রতিকার

গ্রহের দোষ দূর করার প্রতিকার

জন্মকুণ্ডলীতে যদি কোনো ধরনের গৃহ দোষ থাকে, তাহলে তা থেকে মুক্তি পেতে হোলির দিনটি খুবই বিশেষ। এর জন্য হোলিকা দহনের ভস্ম দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে হবে। এটি ঘরের ত্রুটি থেকে অনেকটাই মুক্তি দেবে।

ইচ্ছা পূরণের প্রতিকার

ইচ্ছা পূরণের প্রতিকার

দীর্ঘদিন যাবত চেষ্টা করার পরও যদি কোনও ইচ্ছা পূরণ না হয়, তাহলে হোলির রাতে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। এর জন্য হোলিকা দহনের আগে হোলিকার পূজা করুন। পূজায় হলুদ, ফলমূল ও শাকসবজির পিণ্ড ব্যবহার করতে ভুলবেন না। পূজার পর, হোলিকার চারপাশে মোট 8টি প্রদীপ জ্বালান এবং তারপরে হোলিকার উপর সমস্ত পূজার সামগ্রী নিবেদন করুন এবং হোলিকা পোড়ান। এই প্রতিকার আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

English summary
special tips to fulfill wishes in holi 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X