For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পবিত্র মাঘ মাসে এইসব কাজ করলেই জীবন ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে

মাঘ মাসের মহিমা

Google Oneindia Bengali News

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ইতিমধ্যেই মাঘ মাসের শুরু হয়ে গেলেও সনাতন হিন্দু মতে পাক্ষিক যোগ থেকেই নতুন মাসের সূচনা হিসেবে ধরা হয়। সেই মত মাঘ মাস শুরু হতে চলেছে আগামী কাল অর্থাৎ জানুয়ারি মাসের ১৮ তারিখ থেকে। হিন্দু পুরাণ মতে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়ে থাকে। ১৮ই জানুয়ারি থেকে এই মাঘ মাস শুরু হচ্ছে আর চলবে আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। তবে কেন এত মহত্বপূর্ণ মাঘ মাস? বলা হয়ে থাকে এই মাস ভগবান শ্রীকৃষ্ণের 'মাধব' রূপের সঙ্গে সম্পর্ক যুক্ত। এই পবিত্র মাসে কী কী করা শুভ, এবং কীভাবে এই মাসে ভগবানের আশীর্বাদ বেশি করে লাভ করা যায়, জেনে নেওয়া যাক।

মাঘ মাসের মহিমা

মাঘ মাসের মহিমা


বৈদিক কথন অনুযায়ী, এই মাঘ মাসেই একবার ঋষি গৌতম দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন। আর এর পর ইন্দ্র তাঁর অন্যায় বুঝতে পেরে মহর্ষি গৌতমের কাছে ক্ষমা চান। তখন ঋষি গৌতম বলেন, মাঘ মাসে গঙ্গার তীরে আশ্রম বানিয়ে সেখানে বসবাস করে গঙ্গায় স্নান করলে সব পাপ নাশ হয়ে যাবে। সেই মতই গোটা মাস দেবরাজ প্রয়াগে গঙ্গার তীরে পাতার কুটীর বানিয়ে সেখানে আশ্রমবাসী হয়ে থাকেন। এবং গঙ্গায় স্নান করে পুণ্য অর্জন করেন। সেই থেকেই এই মাসে কল্পবাস করার প্রথা শুরু হয়।

মাঘ মাসে কল্পবাস

মাঘ মাসে কল্পবাস

হিন্দু পুরাণ অনুযায়ী, এই মাঘ মাসে কোনও পবিত্র নদীতে স্নান করা এবং দান ধ্যান করা খুব শুভ বলে মনে করা হয়। তাই এই মাসেই প্রয়াগরাজের তীরে কল্পবাস করার প্রথা চালু আছে। কথিত আছে যে কল্পবাস যারা করেন তাঁদের দেহ ও মন সব শুদ্ধ হয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। সঙ্গে গঙ্গা বা কোনও নদীতে স্নান করাও খুব শুভ বলে মানা হয়। মাঘ মাসের অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনকে মৌনী অমাবস্যাও বলা হয়।

 মাঘ মাসে জীবনযাত্রা

মাঘ মাসে জীবনযাত্রা

মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে দেখা হয়ে থাকে। এই মাসে ঠাণ্ডা থাকলেও গরম জলের বদলে সাধারণ জল দিয়ে স্নান করা শুভ। মাসে সকালে দেরি পর্যন্ত ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নয়। মাঘ মাসে গুড় ও তিল খাওয়া খুব ভালো। মনে করা হয় তিল ও গুড় খেলে ভগবান কৃষ্ণের কৃপা লাভ হয়।

শ্রীকৃষ্ণের পুজো

শ্রীকৃষ্ণের পুজো

যেহেতু মাঘ মাস স্বয়ং ভগবান কৃষ্ণের মাস হিসেবে চিহ্নিত, তাই মাঘ মাসে শ্রী কৃষ্ণের পূজা খুবই পুণ্য ফল প্রদান করে। প্রতিদিন সকালে স্নানের পর শ্রীকৃষ্ণকে ফুল ও পঞ্চামৃত অর্পণ করলে জীবনের সব বাঁধা নাশ হয়। এই মাসে শ্রীকৃষ্ণের মধুরাষ্টক পাঠ করা খুব শুভ বলে মনে করা হয়। এই মাসে সমাজের দুঃস্থ ও পিছিয়েপড়া মানুষদের অন্ন দান করলে তা খুব শুভ ফল দেয় বলে মনে করা হয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

English summary
special tips in the holy month of magh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X