For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেষ রাশিতে শুক্রের অবস্থান এইসব রাশির জাতকদের দান করবে বিপুল অর্থ

মেষ রাশিতে শুক্রের অবস্থান এইসব রাশির জাতকদের দান করবে বিপুল অর্থ

Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রের রাশিচক্রের পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ শুক্র দেবকে সম্পদ, বৈভব, বিলাসিতা, বৈষয়িক সুখ ও ভোগ বিলাসের জীবনের দাতা বলে মনে করা হয়। এমনকি বৃহস্পতির পর শুক্রকে সবথেকে শুভ গ্রহ হিসেবে মনে করা হয়। এরই মধ্যে গত ২৩ মে শুক্র মেষ রাশিতে গমন করেছেন। মেষ রাশির অধিপতি বা শাসক গ্রহ হলেন মঙ্গল। তাই শুক্রের মেষ রাশিতে প্রবেশের প্রভাব সমস্ত রাশির উপর কম বেশি দেখা যেতে চলেছে। তবে কয়েকটি রাশি আছে, যাদের জন্য এই অবস্থান পরিবর্তন খুবই শুভ ফল দেবে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর শুক্রের এই স্থান পরিবর্তন শুভ প্রভাব ফেলতে চলেছে।

বৃষ রাশি

বৃষ রাশি

শুক্রের এই অবস্থান পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের উপর অনেক শুভ প্রভাব ফেলতে চলেছে। এই রাশির লাভের স্থানে শুক্রের অবস্থান এই সময় কাজের ক্ষেত্রে অনেক উন্নতি প্রদান করতে চলেছে। এর পাশাপাশি আয়ের নতুন উৎসও তৈরি হতে পারে। সেই সঙ্গে পরিবারের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী হবে। ব্যবসার ক্ষেত্রে টাকা বিনিয়োগ করলে তা লাভ দেবে। চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। কাজের দ্বারা অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রিয় পাত্র হয়ে উঠতে সক্ষম হবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ আসবে।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশিতে শুক্র ১১ তম অবস্থানে গমন করেছে। যাকে বলা হয় আয় ও লাভের জায়গা। তাই এই সময়ে আয় ভালোভাবে বাড়তে পারে। মিথুন রাশির ব্যক্তিরা যারা অবিবাহিত তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। একই সময়ের মধ্যে যে কোনও ব্যবসায়িক চুক্তিতে ভাল লাভ করতে পারেন। এর পাশাপাশি শুক্র এই রাশির দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি, যাকে জীবনসঙ্গী এবং অংশীদারিত্বের স্থান বলা হয়। তাই সে সময় জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পেতে পারেন। এছাড়াও অংশীদারিত্বের মাধ্যমে ভাল অর্থ উপার্জন করতে পারেন। শুক্রের আরও আশীর্বাদ পেতে হলে এই সময় পান্না ধারণ করা শুভ হবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

শুক্র এই রাশির দশম ঘরে গমন করেছেন, যাকে বলা হয় কাজ, চাকরি ও ব্যবসার ঘর। এই সময়ে কোনও নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। এছাড়াও কর্মক্ষেত্র এবং চাকরিতে স্থান পরিবর্তন হতে পারে। ভালো কাজ করার কারণে অফিসে প্রশংসিত হতে পারেন। যারা চন্দ্রদেব সম্পর্কিত ব্যবসা যেমন খাদ্য, ট্রাভেল এজেন্ট, হোটেল ইন্ডাস্ট্রি এবং অটোমোবাইল ইত্যাদির সঙ্গে যুক্ত তাঁদের এই সময়টি দুর্দান্ত হতে চলেছে। গ্রহের অবস্থান দেখে এই সময়ে পরিবারের সমর্থন পেতে পারেন। এছাড়াও বিভিন্ন উপায়ে অর্থ পাওয়া যেতে পারে।

 মীন রাশি

মীন রাশি


শুক্র এই রাশিতে শুক্র দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে। যাকে বলা হয় অর্থ ও বক্তৃতার স্থান। এই সময়ে মীন রাশির জাতক জাতিকারা ব্যবসায় ভাল অর্থ উপার্জন করতে পারেন। এছাড়াও, যদি কোনও পুরানো চুক্তিতে বিনিয়োগ করে থাকেন তবে এতে ভাল লাভ হতে পারে। অন্যদিকে শেয়ারবাজারে বিনিয়োগ করা টাকা বা লটারি থেকে ভালো অর্থ পাওয়ার লক্ষণ রয়েছে। শুক্র এই রাশির তৃতীয় ঘরের অধিপতি, যাকে পরাক্রম ও ভাই-বোনের স্থান মনে করা হয়। তাই এই সময়ে শক্তি এবং সাহস বৃদ্ধি পাবে। এছাড়াও, যাদের কাজের ক্ষেত্র বক্তৃতা সম্পর্কিত বিষয় জড়িত, যেমন আইনজীবী, শিক্ষক, মার্কেটিং তাঁদের জন্য এই সময়টি খুব ভালো হতে পারে। একই সময়ে আরও লাভ পাওয়ার জন্য একটি পোখরাজ পরতে পারেন। যার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

জুন মাসে অপার সৌভাগ্য লাভ করবে এইসব রাশি, চাকরি ও ব্যবসায় হবে উন্নতি জুন মাসে অপার সৌভাগ্য লাভ করবে এইসব রাশি, চাকরি ও ব্যবসায় হবে উন্নতি

English summary
some of the zodiac signs get profit in june during venus transit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X