সূর্যগ্রহণ ২০২০: কী করবেন না বছরের প্রথম রিং অফ ফায়ারের সময়, জেনে নিন এখনই
সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের মতো প্রাকৃতিক বিষয়গুলি শুধুমাত্র মহাকাশ গবেষকদের মনে আলোড়ন তোলে এমনটা নয়। সাধারণ মানুষের মনেও তীব্র আকর্ষণ তৈরি করে। এরকম একটি সূর্যগ্রহণের মুখোমুখি হতে চলেছি আমরা ২১ জুন রবিবার। এটা এই বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ একটু বিশেষ কারণ বছরের সবচেয়ে বড়দিন ২১ জুন তারিখে এবছর সূর্যগ্রহণ হচ্ছে। একইসঙ্গে এই সূর্যগ্রহণকে রিং অফ ফায়ার বলেও সম্বোধন করা হচ্ছে।

মানুষের বিশ্বাস
বিশেষজ্ঞরা মনে করছেন এই সূর্যগ্রহণের সময় বেশ কিছু জিনিস করা থেকে বিরত থাকা যেতে পারে। অন্তত যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন তারা এ ধরনের বিভিন্ন নিয়মের কথা বলে থাকেন। আধুনিক বিজ্ঞানে অনেক সময় জ্যোতিষের নানা বিধানের অর্থ খুঁজে বের করা না গেলেও জ্যোতিষ থেকে শুরু করে আয়ুর্বেদের চর্চা করা বহু মানুষ বিশ্বাস করেন গ্রহণের সময় খাবার থেকে দূরে থাকাই ভালো।

রান্না না করা
গ্রহণের সময় রান্না না করার পরামর্শ দেওয়া হয়। যে মানুষ অসুস্থ, ক্লান্ত অথবা বৃদ্ধ - তাদের ক্ষেত্রে একান্তই সম্ভব না হলে জল, ডাবের জল অথবা এই ধরনের কোনও ফ্লুইড দেওয়া যেতে পারে। তবে ভারী খাবার না দিতেই বলা হয়।

খাবার না খাওয়া
ভারতে এই চর্চা বহুদিন ধরে চলে আসছে যে সূর্যগ্রহণের সময় খাবার না খাওয়াই ভালো। কারণ এই সময় সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে মানুষের শরীরে নানা অসুবিধা তৈরি হতে পারে।

খালি চোখে গ্রহণ নয়
সূর্যগ্রহণের সময় খালি চোখে আকাশের দিকে তাকাবেন না। এক্ষেত্রে অবশ্যই সানগ্লাস, প্রোজেক্টর, টেলিস্কোপের ব্যবহার করুন। তা না করলে দৃষ্টিশক্তি আঘাতপ্রাপ্ত হতে পারে।

পূজা না করা
সূর্যগ্রহণের সময় অনেকেই মন্দিরে পূজা-অর্চনা করেন না। অথবা বাড়িতেও পূজা করা থেকে বিরত থাকতে বলা হয়।
সূর্যগ্রহণ ২০২০ সম্পর্কে অজানা তথ্য জেনে নিন একনজরে
