২১ জুন সূর্যগ্রহণ ২০২০: বছরের প্রথম গ্রহণ ভারতের কোথা থেকে ভালো দেখা যাবে, থাকছে কী কী চমক
বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ২১ জুন রবিবার। এর আগে গত বছর ২০১৯ সালের ডিসেম্বরের শেষে শেষবার সূর্যগ্রহণ হয়েছিল। এটাই এই বছরের প্রথম সূর্যগ্রহণ। এই বছরের গ্রহণটি আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ এই একইদিনে দিন সবচেয়ে বড় হয় পৃথিবীতে।

বছরের প্রথম সূর্যগ্রহণ
এই বছর দেশের কিছু অংশে মানুষ রিং অফ ফায়ার দেখতে পাবেন। সূর্যগ্রহণের সময় যদিও দেশের বেশিরভাগ অংশেই আংশিকভাবে সূর্যগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণের সময় আকাশের দিকে তাকিয়ে গ্রহণ দেখার ক্ষেত্রে ততটা অসুবিধা না হলেও সূর্যগ্রহণের সময় কোনওভাবেই খালি চোখে আকাশের দিকে তাকানো উচিত নয়। বাইনোকুলার, সানগ্লাস, প্রোজেক্টর অথবা টেলিস্কোপের মাধ্যমে গ্রহণ দেখা যেতে পারে।

আংশিক গ্রহণ
সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছনোর মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় চাঁদ। এক সরলরেখায় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এসে পড়লে তখন সূর্যগ্রহণ হয়। চাঁদের মাঝে এসে পড়ায় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারে না। যার ফলে চাঁদের ছায়া পৃথিবী ঢেকে দেয়।

কখন হবে সূর্যগ্রহণ
ভারতে এই বছর ২১ জুন সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল ৩ বেজে ৩ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ চলবে। সূর্যকে অনেকটা রিং অফ ফায়ার এর মতো দেখতে লাগবে। এই আংশিক সূর্যগ্রহণ শুরু হবে সকাল নটা বেজে পনেরো মিনিটে। এবং তা শিখরে পৌঁছবে দুপুর বারোটা বেজে দশ মিনিটে। সবমিলিয়ে গ্রহণ শেষ হতে হতে বিকেল তিনটে বেজে যাবে।

কোথা থেকে দেখা যাবে
বার্ষিক এই সূর্যগ্রহণ অন্তত এক মিনিটের জন্য হলেও দেখা যাবে সিরসা, রাটিয়া, কুরুক্ষেত্র, সুরাতগড়, অনুপগড়, দেরাদুন, চম্বা, চামোলি, যোশীমঠ ইত্যাদি জায়গা থেকে। এছাড়াও দক্ষিণ সুদান, ইথিওপিয়া, ইয়েমেন, ওমান, সৌদি আরব, পাকিস্তান, তিব্বত, চিন, তাইওয়ান এবং প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী এলাকা থেকে এবং ভারত মহাসাগরের বিভিন্ন এলাকা থেকে এই গ্রহণ দেখা যাবে।

২১ জুন সূর্যগ্রহণের দিনই করোনা ভাইরাসের ধ্বংস হবে, বলছেন ভারতীয় বিজ্ঞানী