For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ সূর্যগ্রহণ: কলকাতায় কখন শুরু কখন শেষ, জেনে নিন সময়

  • By
  • |
Google Oneindia Bengali News

রবিবার ২১ জুন ২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণ একটু বিশেষ। কারণ বছরের সবচেয়ে বড়দিন ২১ জুন তারিখে এবছর সূর্যগ্রহণ হচ্ছে। একইসঙ্গে এই সূর্যগ্রহণকে রিং অফ ফায়ার বলেও সম্বোধন করা হচ্ছে। এই বছরে পরপর অনেকগুলো সূর্যগ্রহণ হওয়ার কথা। একটি বছরে প্রায় ৫ বার সূর্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

আংশিক গ্রহণ

আংশিক গ্রহণ

ভারতে এই বছর ২১ জুন সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল ৩ বেজে ৩ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ চলবে। সবচেয়ে বেশিক্ষণ সূর্যগ্রহণের সময় হতে পারে ৭ মিনিট ৫০ সেকেন্ড। যদিও এবারে এত বেশি সময় ধরে গ্রহণ হওয়ার কোনও সম্ভাবনা নেই।

কলকাতা থেকে দেখা যাবে গ্রহণ

কলকাতা থেকে দেখা যাবে গ্রহণ

কলকাতা দেশের এমন শহরগুলোর মধ্যে পড়ে যেখান থেকে এবছরের সূর্যগ্রহণ বা রিং অফ ফায়ার দেখা যাবে। যদিও এই সূর্যগ্রহণ আংশিক হতে চলেছে। যার ফলে কলকাতা থেকে ৬৬% দেখা যাবে বলে জানা গিয়েছে।

কলকাতায় কখন শুরু গ্রহণ

কলকাতায় কখন শুরু গ্রহণ

কলকাতা শহর সংলগ্ন এলাকায় সূর্য গ্রহণের স্থায়িত্ব হবে ৩ ঘন্টা ৩১ মিনিট। সকাল ১০টা ৪৬ মিনিট থেকে শুরু করে দুপুর ২টো ১৭ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে।

কীভাবে গ্রহণ চলবে

কীভাবে গ্রহণ চলবে

সকালে ১০টা বেজে ৪৬ মিনিট থেকে গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। ধীরে ধীরে সূর্যকে ঢাকতে শুরু করবে চাঁদ। ১২টা বেজে ৩৫ মিনিটে তা সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে। অর্থাৎ সবচেয়ে বেশি অংশ সূর্যের ঢাকা পড়বে চাঁদে। তারপর ধীরে ধীরে তা আবার বেরিয়ে আসবে। এই প্রক্রিয়া শেষ হতে ২টো ১৭ মিনিট বাজবে।

কোন কোন রাজ্য থেকে দেখা যাবে

কোন কোন রাজ্য থেকে দেখা যাবে

শুধু কলকাতা নয় রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, হিমাচলপ্রদেশ ইত্যাদি রাজ্যগুলি থেকেও এই আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে।

কোন এলাকা থেকে কত বেশি দেখা যাবে

কোন এলাকা থেকে কত বেশি দেখা যাবে

বিশেষজ্ঞরা জানাচ্ছেন দিল্লি থেকে সবচেয়ে বেশি ৯৪%। তারপরে গুয়াহাটিতে ৮০%, পাটনায় ৭৮%, কলকাতায় ৬৬%, মুম্বইয়ে ৬২%, বেঙ্গালুরুতে ৩৭% এবং চেন্নাইয়ে ৩৪% অংশ সূর্ষগ্রহণের সময় ঢাকা পড়বে।

English summary
Solar Eclipse 21st June 2020: Surya Grahan Timings in Kolkata and West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X