For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবরাত্রিতে অখণ্ড জ্যোতি জ্বালানোর আগে জেনে নিন নিয়ম, প্রসন্ন হবেন মা দুর্গা

Google Oneindia Bengali News

আশ্বিন মাসের শুক্লপক্ষের নবরাত্রি ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। একে শারদীয় নবরাত্রিও বলা হয়ে থাকে। এই নয়দিনে মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয়ে থাকে। কথিত আছে যে এই নয়দিন মা মর্ত্যে ভক্তদের মধ্যে থাকেন। তাই পূর্ণ ভক্তি নিয়ে ৯ দিন ধরে মা দুর্গার পুজো-উপাসনা করলে মা প্রসন্ন হন এবং তাঁর সব ইচ্ছা পূরণ করেন।

অখণ্ড জ্যোতির গুরুত্ব

অখণ্ড জ্যোতির গুরুত্ব

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, হিন্দু ধর্মে শারদীয়া নবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নবরাত্রি ৪ অক্টোবর পর্যন্ত উদযাপিত হবে এবং এটি 5 অক্টোবর বিজয় দশমীতে দুর্গা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। এই নবরাত্রির প্রথম দিনে ঘটস্থাপনার পাশাপাশি অখণ্ড জ্যোতিও প্রজ্জ্বলিত হয়। কিন্তু জানেন কি ঘরে অখণ্ড শিখা জ্বালানোর বিষয়ে কিছু নিয়ম বলা হয়েছে। এই নিয়মগুলো মেনে চললেই অনন্ত আলোর ফল পাওয়া যায়। চলুন জেনে নিই অখন্ড জ্যোতির নিয়ম সম্পর্কে।

অখণ্ড জ্যোতি

অখণ্ড জ্যোতি

অখণ্ড জ্যোতির অর্থ যাকে খণ্ড করা যায় না বা অনবরত যা জ্বলতে থাকে। নবরাত্রির সময় অনেকেই মা দুর্গার সামনে ৯ দিন পর্যন্ত অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রাখেন। এই সময় সকলকে বাড়িতে সাত্ত্বিকভাবে থাকতে হয়। বাড়িতে এমন কিছু না করাই ভালো যাতে পবিত্রতা ভঙ্গ হয়।

আস্থার প্রতীক

আস্থার প্রতীক

জ্যোতিষ শাস্ত্র মতে অখণ্ড জ্যোতি অখণ্ড আস্থার প্রতীক। তাই মা দুর্গার সামনে শুদ্ধ ঘি-এর একটি ছোট ও একটি বড় প্রদীপ জ্বালানো উচিত। যদি অখণ্ড জ্যোতিতে ঘি ঢালার সময় বা ঠিক করার সময় তা নিভে যায় তবে ছোট প্রদীপ দিয়ে সেটাকে পুনরায় জ্বালানো যেতে পারে।

সাত্ত্বিক ধর্মের পালন

সাত্ত্বিক ধর্মের পালন

ঘরে অখণ্ড জ্যোতি জ্বালা পর্যন্ত বাড়ির সব সদস্যদের সাত্ত্বিক ধর্মের পালন করা উচিত। এই সময় ব্রহ্মচর্য ব্রতের পালন করা উচিত। এই সময় মাংস, মদ ইত্যাদি জিনিসের সেবন করা থেকে দূরে থাকুন।

একা রাখবেন না অখণ্ড জ্যোতিকে

একা রাখবেন না অখণ্ড জ্যোতিকে

ঘরের বাথরুম বা টয়লেটের আশেপাশে অখন্ড জ্যোতি রাখবেন না। এ সময় ঘরে তালা দেবেন না এবং অখণ্ড জ্যোতিকে একা রাখবেন না। বাড়িতে কোনও একজন সদস্য যেন সর্বদা থাকে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

শনির প্রভাবে শক্তিশালী হচ্ছে রাহু, দুই গ্রহের যোগ এই রাশিদের জীবন মঙ্গলময় করে তুলবে শনির প্রভাবে শক্তিশালী হচ্ছে রাহু, দুই গ্রহের যোগ এই রাশিদের জীবন মঙ্গলময় করে তুলবে

English summary
Know the rules for lighting Akhand Jyoti on Navratri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X