For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শারদ পূর্ণিমা ২০১৮: বিয়ে থেকে অর্থকষ্ট, যাবতীয় সমস্যা কাটান কয়েকটি নিয়ম পালন করে

তিথি অনুযায়ী ২৩ অক্টোবর থেকে পড়েছে চলতি বছরের শারদ পূর্ণিমা। জ্যোতিষশাস্ত্র মতে , এই সময়ে বেশ কয়েকটি রীতি নীতি মেনে চললে যাবতীয় সমস্যা কেটে যায় বলে দাবি জ্যোতিষ শাস্ত্রবিদদের।

  • |
Google Oneindia Bengali News

তিথি অনুযায়ী ২৩ অক্টোবর থেকে পড়েছে চলতি বছরের শারদ পূর্ণিমা। জ্যোতিষশাস্ত্র মতে , এই সময়ে বেশ কয়েকটি রীতি নীতি মেনে চললে যাবতীয় সমস্যা কেটে যায় বলে দাবি জ্যোতিষ শাস্ত্রবিদদের। অবিবাহিতদের বিয়ে, থেকে অর্থকষ্ট সমস্ত সমস্যা কাটিয়ে তোলার জন্য় উপযুক্ত সময় এটিই।

শারদ পূর্ণিমা কী?

শারদ পূর্ণিমা কী?

বিজয়া দশমীর ৫ দিন বাদে আসে শারদ পূর্ণিমা। শাস্ত্র মতে মনে করা হয়, এই সময়ে চাঁদ নিজের তেজে উত্থিত হয়। আর এই সময়ে চন্দ্রের আরাধনায় একাধিক ব্যর্থতা কাটিয়ে তোলা যায়।এমনই মত জ্যোতিষশাস্ত্রবিদদের।

দোষ কাটানোর সময়

দোষ কাটানোর সময়

কথিত রয়েছে, শারদ পূর্ণিমায় 'পিত্ত' দোষ কাটিয়ে তোলা যায় । দুধ ও ভাত যদি এই সময় খাওয়ার পাতে থাকে, তাহলে কোনও পিত্ত দোষ থাকলে তা কেটে যায়।

অবিবাহিতদের বিয়ে সম্পন্ন করার উপায়!

অবিবাহিতদের বিয়ে সম্পন্ন করার উপায়!

অবিবাহিত মহিলারা এই সময়ে সূর্য ও চন্দ্রের পুজো করলে তা ফলদায়ী হয় বলে দাবি অনেকের। কথিত রয়েছে , এমন আরাধনার ফল হিসাবে সুদর্শন পাত্র পাওয়া যায়!

সমৃদ্ধি ও প্রেম

সমৃদ্ধি ও প্রেম

জীবনে ধনসম্পত্তি , সমৃদ্ধি ও প্রেম ফিরে পেতে এই সময়ে লক্ষ্মীর আরাধনা যেমন ফলদায়ী তেমনই এই সময় শ্রীকৃষ্ণের পূজাও প্রয়োজনীয়। এমনই দাবি বহু শাস্ত্রজ্ঞদের।

English summary
Sharad purnima 2018, to bring goodluck do these things according to astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X