For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুলাই মাসে একাধিক গ্রহের পরিবর্তন প্রভাব ফেলতে চলেছে সকল রাশির জাতক জাতিকাদের জীবনে

জুলাই মাসে একাধিক গ্রহের পরিবর্তন প্রভাব ফেলতে চলেছে সকল রাশির জাতক জাতিকাদের জীবনে

Google Oneindia Bengali News

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সমগ্র বিশ্ব বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রের অধীন। আর প্রতিটি গ্রহই পরিবর্তনশীল। জুলাই মাসে গ্রহ গোচর ব্যাপক ভাবে প্রভাব ফেলতে চলেছে সকল রাশির জাতক জাতিকাদের জীবনে। সেই হিসেবে দেখতে গেলে প্রতি মাসেই কোনও না কোনও গ্রহ নিজের স্থান পরিবর্তন করে। জুলাই মাসটি কোন রাশির জন্য কেমন যেতে চলেছে তা নির্ভর করবে এই গ্রহদের স্থান পরিবর্তনের উপর ভিত্তি করেই। এই বছর অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে ৫টি বড় গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে। এবং এর প্রভাব সব রাশির জাতক-জাতিকার জীবনে দেখা যাবে। যেমন, জুলাই মাসের শুরুতে বুধের স্থান পরিবর্তিত হবে। একই সময়ে, মাসের শেষে বৃহস্পতি গ্রহের গমন রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলবে। পুরো জুলাই মাসে ৫টি বড় গ্রহ তাদের স্থান পরিবর্তন করবে। জেনে নেওয়া যাক কোন কোন গ্রহের কেমন পরিবর্তন হবে জুলাই মাসে।

বুধ গোচর

বুধ গোচর

জুলাই মাসে গ্রহদের রাজকুমার বুধ তিনবার নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছেন। জুলাই মাসের একদম শুরুতেই অর্থাৎ ২ তারিখ বুধ বৃষ থেকে মিথুন রাশিতে গমন করবে। তারপরে এই গ্রহ আগামী ১৬ জুলাই পুনরায় স্থান পরিবর্তন করবে এবং এর পরে ৩১ জুলাই বুধের সিংহ রাশিতে প্রবেশ অনেক রাশির চিহ্নের জীবনে বেশি প্রভাব ফেলবে। বুধের এই রাশি পরিবর্তনের প্রভাব সব মানুষের জীবনেই দেখা যাবে। এই পরিবর্তন কারও জন্য উপকারী আবার কারও জন্য ক্ষতিকর প্রমাণিত হতে চলেছে।

 শনির বিপরীত অবস্থান

শনির বিপরীত অবস্থান

আগামী ১২ জুলাই, শনি বিপরীতমুখী গতিতে গমন করে মকর রাশিতে প্রবেশ করবেন। এবং আগামী ২৩ শে অক্টোবর, এই রাশিতে দুর্বল হয়ে উঠবেন। এর প্রভাব অনেক রাশির জীবনে দেখা যাবে। কিছু রাশির ব্যক্তিদের এই সময়ে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে। এ সময় চাকরিজীবীদের কথাবার্তায় সংযম রাখতে হবে, অন্যথায় পদোন্নতি বন্ধ হয়ে যেতে পারে।

শুক্রর অবস্থান পরিবর্তন

শুক্রর অবস্থান পরিবর্তন

জুলাই মাসে তৃতীয় প্রধান গ্রহ শুক্রও স্থান পরিবর্তন করতে চলেছেন। আগামী ১৩ জুলাই শুক্র তাঁর নিজস্ব রাশি মিথুনে প্রবেশ করবেন। সূর্য ও বুধ গ্রহ ইতিমধ্যেই মিথুন রাশিতে উপবিষ্ট। আর তাই এই কক্ষে ত্রিঘি যোগ গঠিত হতে চলেছে। এই যোগের মাধ্যমে অনেক রাশির জাতকের জীবনে অনেক আয় এবং উন্নতির সম্ভাবনা তৈরি হতে চলেছে।

সূর্যের গতিবিধি

সূর্যের গতিবিধি

গ্রহদের অধিপতি সূর্য দেবতাও নিজের আবর্তন বজায় রেখে জুলাই মাসে মিথুন রাশি ত্যাগ করবেন এবং আগামী ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবেন। এবং তারপর ১৭ আগস্ট পর্যন্ত তিনি এই রাশিতেই অবস্থিত হতে চলেছেন। এই সময়ে কর্কট রাশিতে সূর্যের প্রবেশের ফলে হবে কার্ক সংক্রান্তি। সূর্যের এই গতিবিধি কিছু রাশির জন্য প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেবে।

 বৃহস্পতি মার্গী

বৃহস্পতি মার্গী

২০২২ সালের জুলাই মাসের শেষে বৃহস্পতি গ্রহ পিছিয়ে অবস্থান করবেন। একে বলা হয় বৃহস্পতির মার্গী অবস্থান। আগামী ২৮শে জুলাইয়ের বৃহস্পতি পশ্চাত গতিতে চলতে শুরু করবেন এবং আগামী ২৪শে নভেম্বর পর্যন্ত সেরকম অবস্থানেই বর্তমান থাকবেন। বৃহস্পতির এই রকম পথ চলার কারণে বেশ কিছু রাশির জীবনে অনেক রকমের মিশ্র প্রভাব দেখা যাবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

কোন কোন রাশির ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে, জানেন কোন কোন রাশির ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে, জানেন

English summary
several planets are going to change their positions in the july 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X