For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্তানের বিয়ে ঠিক করছেন! তাঁর সুখী দাম্পত্যের জন্য বিয়ের কার্ডে কী রাখতে হবে জেনে নিন

কথায় বলে, লাখ কথার পর ঠিক হয় বিয়ে! কনে পক্ষ হোক বা বর পক্ষই হোক , বিয়ে নিয়ে টেনশন সকলেরই থাকে। শুধু বিয়ের পর্ব নয়, নতুন দম্পতির দাম্পত্য জীবন কেমন কাটবে, তা নিয়েও থাকে বেশ চিন্তাভাবনা।

  • |
Google Oneindia Bengali News

কথায় বলে, লাখ কথার পর ঠিক হয় বিয়ে! কনে পক্ষ হোক বা বর পক্ষই হোক , বিয়ে নিয়ে টেনশন সকলেরই থাকে। শুধু বিয়ের পর্ব নয়, নতুন দম্পতির দাম্পত্য জীবন কেমন কাটবে, তা নিয়েও থাকে বেশ চিন্তাভাবনা। বাস্তুশাস্ত্র বলছে, নব দম্পতির জীবন সুখে কাটানোর জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে। যার প্রথম ধাপ হচ্ছে , বিয়ের কার্ড ঠিক করা। বিয়ের কার্ডে কয়েকটি জিনিসের দিকে নজর রাখবার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

 কী ধরনের আকার হবে?

কী ধরনের আকার হবে?

বাস্তুশাস্ত্র বলছে, বিয়ের কার্ডের আকার সঠিক হওয়া প্রয়োজন। তা নাহলে সমস্যা মাথা চাড়া দিতে পারে। বলা হচ্ছে, পরম্পরা মেনে যেরকম কার্ডের আকার হয় সেভাবে কার্ড বাছাই করাই শ্রেয়। নতুনত্ব আনতে গিয়ে কোনও অনিয়মিত আকার কার্ডের মধ্যে না থাকাই ভালো।

[আরও পড়ুন:মা দূর্গা এবার কীসে চড়ে আসছেন, দেবীর 'গমন'ই বা কীসে! শাস্ত্রমতে জানুন এর ফলাফল][আরও পড়ুন:মা দূর্গা এবার কীসে চড়ে আসছেন, দেবীর 'গমন'ই বা কীসে! শাস্ত্রমতে জানুন এর ফলাফল]

কার্ডের রঙ উপযুক্ত হওয়া প্রয়োজন

কার্ডের রঙ উপযুক্ত হওয়া প্রয়োজন

কার্ডের রঙ ব্যাপক গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্রবিদদের বলছেন, লাল রঙের কার্ড সবচেয়ে বেশ কার্যকর বর-কনের সুখী দাম্পত্য জীবনের জন্য। সাদা, অফ হোয়াইট রঙের কার্ড খুব একটা সুখকর নয় এক্ষেত্রে।

[আরও পড়ুন:সঠিক জায়গায় রাখুন 'লাকি ব্যাম্বু ট্রি' তবেই মিলবে অর্থ-সমৃদ্ধি! কয়েকটি টিপস][আরও পড়ুন:সঠিক জায়গায় রাখুন 'লাকি ব্যাম্বু ট্রি' তবেই মিলবে অর্থ-সমৃদ্ধি! কয়েকটি টিপস]

কার্ডের ছবি

কার্ডের ছবি

অনেক সময় কার্ডের মধ্যে পরিবারের সদস্যদের ছবি তথা বর ও কনের ছবি দেওয়া হয়। যা দাম্পত্য জীবনের জন্য খুব একটা ভালো নয়। এমনই পরামর্শ বাস্তুশাস্ত্রবিদদের।

[আরও পড়ুন:ধনী হওয়ার সম্ভাবনা কি আপনার আছে! বলে দিচ্ছে তিল-তত্ত্ব][আরও পড়ুন:ধনী হওয়ার সম্ভাবনা কি আপনার আছে! বলে দিচ্ছে তিল-তত্ত্ব]

বর-কনের নাম

বর-কনের নাম

কোনওভাবেই কার্ডের মধ্য়ে বর ও কনের নাম, কালো রঙ দিয়ে যেন না লেখা হয়। এমনই পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। কালো রঙ বিয়ের কার্ডে যেন ব্য়বহার না করা হয়, সেই বিষয়টির দিকে নজর রাখা ভালো।

পদ্মফুলের ছবি

পদ্মফুলের ছবি

কার্ডের মধ্যে পদ্মফুলের ছবি ব্যবহার করা হয়,সেদিকে নজর রাখতে হবে। বাস্তুশাস্ত্রবিদদরা বলছেন এতে দাম্পত্য় জীবন সুখে কাটার সম্ভাবনা বেশি থাকে।

English summary
Right vaastu for wedding cards can save marriages.Vaastu explains that irregular patterns do not give the right energy. One of the best shapes which gives positive energy is a square.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X