For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের আগে 'মাঙ্গলিক দোষ' বাধার সৃষ্টি করছে! জানুন সমাধানের ঘরোয়া উপায়

দাম্পত্যের সম্পর্কের সবচেয়ে বড় শর্ত একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। সম্পর্কে বোঝা পড়ার সমস্যা হলেই তা জটিলতার আকার নেয়।

  • |
Google Oneindia Bengali News

দাম্পত্যের সম্পর্কের সবচেয়ে বড় শর্ত একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। সম্পর্কে বোঝা পড়ার সমস্যা হলেই তা জটিলতার আকার নেয়। তবে হিন্দু শাস্ত্র মতে বলা হয়ে থাকে, বিয়ের আগে কোষ্ঠী বিচারের ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই নজর রাখা উচিত, যাতে দাম্পত্য সম্পর্কের ভবিষ্যৎ বলে দেওয়া সম্ভব। এরকমই একটি দিক মাঙ্গলিক দোষ। বলা হয় , এই দোষ যাঁদের কোষ্ঠীতে থাকে তাঁদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে। মূলত এই সমস্যা প্রথম বিবাহের ক্ষেত্রে হয়ে থাকে। তবে এই দোষ থাকলে মোটেও কারোর গোটা দাম্পত্য জীবনে কুপ্রভাব পড়ে না। একনজরে দেখে নেওয়া যাক এই সমস্যা কাটানোর ঘরোয়া উপায় রয়েছে।

 বজরংবলির পুজো

বজরংবলির পুজো

হিন্দু শাস্ত্রজ্ঞদের মতে, যাঁদের কোষ্ঠীতে এই সমস্যা রয়েছে তাঁরা যদি প্রতি মঙ্গলবার বজরংবলিকে সিঁদুরের সঙ্গে পুজো দেন, তাহলে কেটে যাবে এই সমস্যা। এই সময় পুজোয় মুসুর ডাল ও মধু দিয়ে পুজো দিলে তা কার্যকরী হয়, বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

কোন মন্ত্রে আস্থা রাখতে পারেন?

কোন মন্ত্রে আস্থা রাখতে পারেন?

শাস্ত্রজ্ঞদের মতে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র , হনুমান চালিসা, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, কিংবা গায়ত্রী মন্ত্র জপ করেন , তাহলে সমস্যার সমাধান হতে পারে।

গণেশ পুজো

গণেশ পুজো

কেশরী রঙের গণপতিকে পুজো করাও এই সমস্যা কাটানোর একটি অন্য়তম উপায়। গেরুয়া রঙের গণপতিকে বস্ত্র দিয়ে পুজো অর্চনা করলে এই সমস্যার সমাধান হয় বলে দাবি করেন বহু শাস্ত্রজ্ঞ।

মঙ্গলবার ডাল সেবন

মঙ্গলবার ডাল সেবন

অনেক শাস্ত্রজ্ঞের দাবি, নিয়ম করে প্রতি মঙ্গলবার যদি উপবা রাখা যায়, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর কোষ্ঠীতে যাঁদের মাঙ্গলিক দোষ রয়েছে তাঁরা যদি নিয়ম করে অড়হর ডাল সেবন করেন তাহলে অনেক সমস্যা কেটে যেতে পারে।

English summary
Remidies for Mangalik dosha, know the steps before marriage based on astrology.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X