For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে কয়েকটি বাস্তুটিপস! মামলা জেতার পন্থা বলছে এই শাস্ত্র

না চাইতেও অনেক সময়ে আইনি জটিলতায় পড়ে যান অনেকে। কিছুতেই মুক্তির পথ খুঁজে পাওয়া যায় না তখন। অনেক সময়ে মামলা-মোকদ্দমা বহুদিন ধরে চলতে থাকে। তবে সুরাহার পথ মেলে না।

  • |
Google Oneindia Bengali News

না চাইতেও অনেক সময়ে আইনি জটিলতায় পড়ে যান অনেকে। কিছুতেই মুক্তির পথ খুঁজে পাওয়া যায় না তখন। অনেক সময়ে মামলা-মোকদ্দমা বহুদিন ধরে চলতে থাকে। তবে সুরাহার পথ মেলে না। আর আইনি মামলা চলা মানেই বহু টাকা জলের মতো বেরিয়ে যাওয়ার ধাক্কা! বাস্তুশাস্ত্র বলছে , বেশ কয়েকটি ঘরোয়া উপায়ে এই আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। দেখে নেওয়া যাক, কোন কোন উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

কিছু টিপস

কিছু টিপস

আইনি জটিলতায় যজি জড়িয়ে পড়েন, তাহলে , যে এলাকা বা সম্পত্তির অংশ নিয়ে ঝামেলা , তার বাইরে সকলের অলক্ষে অল্প চাল ছড়িয়ে দেওয়ার পরমার্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

[আরও পড়ুন:প্রেমের জন্য বন্ধুদের ঠকাতে পিছপা হন না এই রাশির ব্যক্তিত্বরা! কী জানাচ্ছে রাশিফল][আরও পড়ুন:প্রেমের জন্য বন্ধুদের ঠকাতে পিছপা হন না এই রাশির ব্যক্তিত্বরা! কী জানাচ্ছে রাশিফল]

সমস্যা কাটাতে লেবুর ব্যবহার

সমস্যা কাটাতে লেবুর ব্যবহার

বাড়ির মধ্যে যদি মামলা মোকদ্দমা বা আইনিভাবে জটিল পরিস্থিতি তৈরি হয়, তাহলে একটু গোলমরিচ গুঁড়ো, লেবু আর লবঙ্গ বাড়ির কোণে ছড়িয়ে দিতে হবে। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন এতে অনকটা সহজ হতে পারে আইনি জটিলতাগুলি।

[আরও পড়ুন:ঠাকুর ঘর কেমনভাবে সাজালে বাড়বে ধনসম্পত্তি, ফিরবে শান্তি,জানুন][আরও পড়ুন:ঠাকুর ঘর কেমনভাবে সাজালে বাড়বে ধনসম্পত্তি, ফিরবে শান্তি,জানুন]

গাছের পাতা

গাছের পাতা

কোনও গাছের পাতা নিয়ে তার ওপর লাল চন্দন দিয়ে মামলায় বিরোধী শিবিরের নাম লেখার পরামর্শও দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এরপর সেই পাতাটিকে মধুতে ডুবিয়ে রাখতে পারলে তা শুভ ফল দেবে।

ধান

ধান

ভোরবেলা ঘুম থেকে উঠেই ১১টি কালো ধান নিয়ে ইষ্ট দেবতার জপ করলেও আইনি জটিলতা কেটে যায় বলে অনেকের মত। তবে এই কাজটি দক্ষিণ দিকে মুখ করে করার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদদরা।

তিল

তিল

চিনির সঙ্গে তিল মিশিয়ে নিন। আর এটি মিশ্রণ আলাদা জায়গায় রাখুন। যেখানে রাখবে সেদিকে আর ফিরে তাকাবেন না। বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, এই পন্থাটি অবলম্বন করলে বেশ সুবিধা পাওয়া যায় আইনি জটিলতার ক্ষেত্রে।

English summary
Remedies To Win Litigation And Court Cases according to vastu shastra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X