For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু, দেবস্নান পূর্ণিমায় ১০৮ ঘড়া জলের প্রচলিত কাহিনি একনজরে

  • |
Google Oneindia Bengali News

রথযাত্রা ২০২১ (Rath Yatra) শুরুর আগে আজ পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা আজ শুরু হল। বিভিন্ন পরম্পরা অনুযায়ী শাস্ত্রে লেখা বিধি মেনে এদিনের এই স্নানযাত্রা পর্ব শুরু হয়েছে। কথিত রয়েছে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা অত্যন্ত শুভ দিন। এমন দিনে বিভিন্ন শুভ কাজ করা হয়ে থাকে, যার শুভফল সুদূরপ্রসারী হয়। এদিকে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবাস্নান পূর্ণিমার এই বিশেষ তিথিতে এই স্নানযাত্রা ঘিরে এদিন পুরীতে কোভিড বিধি কড়াভাবে পালিত হচ্ছে। একনজরে দেখা যাক এই স্নানযাত্রা ঘিরে কোন কাহিনি ও রীতি প্রচলিত।

স্নানপূর্ণিমার সময়, তিথি

স্নানপূর্ণিমার সময়, তিথি

২৪ জুন পড়েছে পূর্ণিমা। এটি ছাড়বে ২৫ জুন রাত ১২:০৯ মিনিটে। এদিকে, আজ জগন্নাথ দেবের স্নানযাত্রার সময়ক্ষণের মধ্যে প্রথম পর্ব মঙ্গলপর্ণা। যার সময় রাত ১ টাতেই শুরু হয়েছে। হরিবেশ ১১ টা দেথে শুরু হয়েছে। এরপর বহুদা পাহাড়ি চলবে বিকেল ৫ টা থেকে সন্ধ্যে ৮ টা পর্যন্ত।

দেবস্নান পূর্ণিমায় কেন পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা?

দেবস্নান পূর্ণিমায় কেন পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা?


মূলত, দেবস্নান পূর্ণিমা বা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিকে ধরে নেওয়া হয় শ্রীজগন্নাথ দেবের জন্মতিথি। এমন দিনে পৃথিবীতে জগন্নাথ দেব আবির্ভাব করেছিলেন বলে ধরা হয়। সেই তিথি উপলক্ষ্য়ে এদিন জগন্নাথদেবের বিশেষ স্নানপর্ব পালিত হয়। আর এই স্নান পর্বের মধ্যেই একাধিক রীতি পালিত হয়। তারমধ্যে ১০৮ ঘড়া জলের স্নান অন্যতম।

 ১০৮ ঘড়া জলে স্নান হবে তিন দেবদেবীর

১০৮ ঘড়া জলে স্নান হবে তিন দেবদেবীর

পুরীর মন্দিরে এদিন গর্ভগৃহ থেকে মূর্তি তুলে এনে বিশেষ মণ্ডপে তার স্থাপন করা হয়। সেখানে গুগন্দি জল দিয়ে প্রস্তুত করা হয় ১০৮ ঘরা জল। এই জলে বিভিন্ন ভেষজ ওষধিও দেওয়া থাকে বলে জানা যায়। তারপর ১০৮ ঘড়া জল দিয়ে দেবদেবীর স্নান সম্পন্ন হয়। কথিত রয়েছে এই জলে স্নান করেই জগন্নাথ দেবের জ্বর আসে। তিনি গৃহবন্দি হন। রথযাত্রা পর্যন্ত বিশ্রাম নেন। আর রথযাত্রার দিন আত্মপ্রকাশ করেন। রাজবেশে সামনে আসেন দেব। ততদিন জগৎ রক্ষাকারী এই দেবতাকে কম্বল চাপা দিয়ে রাখা হয়।

স্কন্দ পূরাণে জগন্নাথদেবের স্নানযাত্রার কোন কাহিনি বর্ণিত রয়েছে?

স্কন্দ পূরাণে জগন্নাথদেবের স্নানযাত্রার কোন কাহিনি বর্ণিত রয়েছে?

প্রসঙ্গত, স্কন্দপূরাণে বর্ণনা করা হয়েছে যে, রাজা ইন্দ্রদ্যুন্মের নির্দেশেই এই স্নানযাত্রা শুরু হয়। যে রাজার নির্দেশেই পুরীর বিষ্ণু মন্দির (বর্তমানে জগন্নাথ মন্দির) স্থাপিত হয়। রাজা ইন্দ্রদ্যুন্মের নির্দেশেই এই তিন দেবদেবীর স্নানযাত্রার দিন তিথি স্থির হয়েছিল। সেই থেকেই এই পরম্পরা তলে আসছে।

English summary
Rath Yatra 2021, Lord Jagannath's Snanyatra date and time, know the mythological story of it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X