For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০ বছর পর শনি জয়ন্তীতে বিরল যোগ, জেনে নিন দিনক্ষণ ও পুজোবিধি

৩০ বছর পর শনি জয়ন্তীতে বিরল যোগ, জেনে নিন দিনক্ষণ ও পুজোবিধি

Google Oneindia Bengali News

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গ্রহচক্রের সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচিত করা হয় শনিদেবকে। ছায়া এবং সূর্যের পুত্র শনিদেব হলেন ন্যায়ের দেবতা তথা কর্মের ফলদাতা। অর্থাৎ তিনি সকল মানুষকে তাদের করা ভালো বা খারাপ কাজের ভিত্তিতে উপযুক্ত ফল দিয়ে থাকেন। শনিদেবের মহা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে মনে করে থাকেন সকলে। এবং তাঁর বক্রি ও ক্রূর দৃষ্টির জন্য সকলে তাঁকে ভয় পেয়ে চলেন। কিন্তু শনিদেবের আশীর্বাদ ছাড়া কাজের ক্ষেত্রে উন্নতি করা সম্ভব নয়। তাই তাঁর আশীর্বাদ পেতে সচেষ্ট থাকেন সবাই। সেই হিসেবে শনি জয়ন্তী খুবই শুভ দিন হিসেবে বিবেচিত।

শনি জয়ন্তীর গুরুত্ব

শনি জয়ন্তীর গুরুত্ব

শনি জয়ন্তীর দিনটি শনি দেবের আরাধনা করার জন্য, তাঁর ক্রোধ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তাই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনি জয়ন্তীর দিনে উপবাস, উপাসনা, ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এ বছর শনি জয়ন্তী অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৩০ মে সোমবার। এছাড়াও প্রায় ৩০ বছর পর বছর শনি জয়ন্তীতে অত্যন্ত বিরল কাকতালীয় ঘটনা ঘটছে, যার কারণে এই দিনটির গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেতে চলেছে। শনির প্রকোপ থেকে মুক্তি পেতে এই শনি জয়ন্তীতে কিছু উপায় অবলম্বন করলেই হবে সব মুশকিল আসান।

শনি জয়ন্তীতে বিরল যোগ

শনি জয়ন্তীতে বিরল যোগ

পুরাণ মতে, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালিত হয়। এই বছর এই বিশেষ দিনটি সোমবার পড়ছে, তাই এটি হবে সোমবতী অমাবস্যা। সেই সঙ্গে এদিন বট সাবিত্রীর উৎসবও পালিত হবে। এরই পাশাপাশি বিগত প্রায় ৩০ বছর পর, শনি জয়ন্তীর দিন, শনিদেব তাঁর নিজস্ব রাশি কুম্ভ রাশিতে অবস্থিত হতে চলেছে। এছাড়াও এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হতে চলেছে। শনি জয়ন্তীতে এতগুলি কাকতালীয় ঘটনা খুবই শুভ ফল প্রদান করবে।

 শনি জয়ন্তী পূজার শুভ সময়

শনি জয়ন্তী পূজার শুভ সময়

শনি জয়ন্তীর অমাবস্যা তিথি আগামী ২৯ মে দুপুর ২টো বেজে ৫৬মিনিট থেকে শুরু হবে এবং যা আগামী ৩০ মে বিকেল ৪টে বেজে ৫৯ মিনিট পর্যন্ত চলবে। সেই হিসেবে ৩০ মে শনি জয়ন্তী পালিত হবে। শনি জয়ন্তীর দিন সকালে স্নান করে শনি মন্দিরে গিয়ে শনিদেবের মূর্তিতে তেল নিবেদন করলে খুব ভালো ফল পাওয়া জাবে।এছারা এই দিনে মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বালালে শনিদেবের আশীর্বাদ লাভ হয়। এইদিন শনিদেবকে নীল ফুলের মালা ও নারকেলের প্রসাদ অর্পণ করা শুভ। কালো মাস কলাইয়ের ডাল, কালো তিল, ও কালো কাপড় নিবেদন করলেও ভালো ফল লাভ হয়।

 শনি জয়ন্তীর বিশেষ উপায়

শনি জয়ন্তীর বিশেষ উপায়

শনিদেব সবসময় কর্ম অনুসারে ফল প্রদান করেন। তাই শনি জয়ন্তীতে ভালো কাজ করা উচিত। এই দিন কোনও আর্থিক ভাবে দুর্বল মানুষকে খাদ্য ও বস্ত্র দানকরা খুব শুভ। এইদিন কোনও অসহায়, গরীব, বৃদ্ধ, মহিলাদের সাধ্যমত সাহায্য করা উচিত। এতে শনিদেব খুব খুশি হন। এইদিন শনি মন্ত্র জপ করলেও অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। শনিদেবের আশীর্বাদ পেতে 'ওম শ্যাম অভয়াস্তায় নমঃ', 'ওম শম শনিশ্চরায় নমঃ' এবং 'ওম নীলাঞ্জনসম্ভাসম রবিপুত্রম যমগরাজম ছায়ামর্তান্ডসম্ভুতম্ তং নমামি শনিশ্চরম' অত্যন্ত কার্যকরী মন্ত্র। এই মন্ত্রগুলি ১০৮ বার জপ করলে খুব শুভ ফল পাওয়া যায়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

বিয়ে হচ্ছে না,দাম্পত্য সমস্যা? ভগবান বিষ্ণুর পুজা করলে দূর হবে দাম্পত্য কলহবিয়ে হচ্ছে না,দাম্পত্য সমস্যা? ভগবান বিষ্ণুর পুজা করলে দূর হবে দাম্পত্য কলহ

English summary
rare coincidence is going to make at shani jayanti in may 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X