For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাখি পূর্ণিমায় কোন শুভক্ষণে ভাইকে পরাবেন 'রক্ষা সূত্র'! এই দিনের বিশেষ যোগে ৩ রাশির জাতকরা পেতে পারেন সুসংবাদ

  • |
Google Oneindia Bengali News

ভাইবোনের সম্পর্ক চিরকালই সুমধুর হয়। দিদিরা যেমন চিরকাল ভাইদের দোষ ত্রুটিকে মার্জনা করে প্রবল খুনসুটির পরও ভাইকেই আগলে রাখতে চান বাইরের দুনিয়া থেকে, তেমন একজন বোনের কাথে তাঁর দাদা চিরকালই মাথার ছাতা হয়ে ওঠেন। এই সম্পর্ক কোনও নির্দিষ্ট সংজ্ঞায় বেঁধে দেওয়া যায় না। ছোটবেলায় খেতে বসে মাছের পিস কার বড় বা কার ছোট হল, তা নিয়ে চুল টানাটানি করা ভাইবোনরাই একটা সময় বড় হয়ে গিয়ে একে অপরকে রক্ষা করতে উদগ্রীব হয়ে থাকেন। এই 'রক্ষা' করার সম্পর্ককেই তো বিশেষণ দেয় 'রাখি' উৎসব। 'রক্ষা' করে রাখার এই উৎসবে ভাইকে বিশেষ তিথিতে রাখী পরানোর নিয়ম রয়েছে জ্যোতিষমতে। উল্লেখ্য, এই বছর রাখী পূর্ণিমাতে জ্যোতিষ মতে পড়েছে এক বিশেষ যোগ।

২২ অগাস্ট রাখীতে কোন তিথি শুভ?

২২ অগাস্ট রাখীতে কোন তিথি শুভ?

জ্যোতিষ শাস্ত্র মতে ২২ অগাস্ট অকটি বিশেষ শোভান যোগ পড়ছে । এমন দিন অত্যন্ত শুভ। গজকেশরী নামের এই বিশেষ যোগের তিথিতে রাখী পরানোর জন্য ২২ তারিখের সমস্ত দিনই প্রশস্ত রয়েছে। বলা হয়, ভাদ্র মাসের যে কুপ্রভাব থাকে, তা এবারের রাখী পূর্ণিমার তিথিতে একেবারে কেটে যাবে। যার ফলে খুবই ভালো থাকবে আগামী সময়। পরিকপক্ক হবে ভাইবোনের সম্পর্ক।

রাখী পরানোর মূল সময় কখন?

রাখী পরানোর মূল সময় কখন?

রাখী পরানোর জন্য় ২২ অগাস্ট সকাল ৫ টা ৫০ মিনিট থেকে শুরু করে সন্ধ্যে ৬ টা ০৩ মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে। এই সময়ের মধ্যে ভাইকে বোনেরা রাখী পরিয়ে দিতে পারবেন। এতে সুফল লাভ হবে। বলা হচ্ছে ২০২১ সালের রাখীতে যে শুভ সংযোগ তৈরি হচ্ছে তা এর আগে বহু সময়ে দেখা যায়নি।

ক'টায় পড়ছে শুভ যোগ?

ক'টায় পড়ছে শুভ যোগ?

জানা গিয়েছে, রাখীর দিন সকাল ১০ টা ৩৪ মিনিটে পড়ছে শোভন যোগ। এই সময় শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলা ভালো। জ্যোতিষিরা বলছেন, সকাল সাড়ে ১০ টার মধ্যে যদি ভাইকে রাখী পরানো যায়, তাহলে তা ভালো ফল দিতে পারে। এতে প্রবল পরিমাণে জীবনে ভালো প্রভাব পড়ে।

 ২২ অগাস্ট আরও একটি শুভ যোগ

২২ অগাস্ট আরও একটি শুভ যোগ

রাখীর দিন অর্খাৎ ২২ অগাস্ট রাতের দিকে আরও একটি শুভ য়োগ পড়ছে। সেদিন সন্ধ্যে ৭ টা ৪০ মিনিটে। ধনিষ্ঠা নক্ষত্রকে ঘিরে একটি দারুণ ভালো যোগ পড়ছে। এমন যোগের মধ্যে ভাই বোনের রাখী বন্ধন উৎসব পালিত হলে তা রীতিমতো কুশল নিয়ে আসবে সংসারে। এছাড়াও রাখীর দিন সকালে ৯ টা ৩৪ মিনিট, থেকে বেলা ১১ টা ০৭ মিনিট পর্যন্ত রয়েছে শুভ যোগ। দুপুর ১২ টা ০৪ মিনিট থেকে ১২ টা ৫৮ মিনিট পর্যন্ত রয়েছে শুভ যোগ।

 কোন কোন ৩ রাশিতে পড়বে ভালো প্রভাব?

কোন কোন ৩ রাশিতে পড়বে ভালো প্রভাব?

এদিকে, রাখীতে গজকেশরী যোগের ফলে কর্কট রাশিতে আর্থিক লাভের যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে এই দিনে। দাম্পত্যে আসবে সুখ। ধনুতে শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিশেষ লাভ পাবেন। মান সম্নান পদ প্রতিষ্ঠা পাবেন এই সময়ে। মীন রাশির জাতকরা রাখী পূর্ণিমার সময়ে কাঙ্খিত ফল লাভ করবেন। বহু সমস্যা থেকে এই সময়ে মুক্তি পাবেন। নিজের কাজের প্রাপ্য প্রশংসা আপনারা পেতে পারেন এই সময়ে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Raksha Bandhan 2021 astrology, Know which timing is special for the occasion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X