For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়েতে বিলম্ব?‌ বারবার ভাঙছে বিয়ে?‌ অবশ্যই করুন এই প্রতিকারগুলি, কাটবে বাধা

বিয়ের বাধা কাটানোর প্রতিকার

Google Oneindia Bengali News

হিন্দু ধর্মে বিয়ে ১৬টি সংস্কারের মধ্যে একটি। ধার্মিক মান্যতা অনুসারে বিবাহ সংস্কার ছাড়া কোনও ব্যক্তি সফল হতে পারে না। তবে অনেকের বিয়ে হতে বেশ বিলম্ব হয়। বিয়ের সম্বন্ধ, পাকা দেখা সবকিছু হওয়ার পরও অনেকের বিয়ে ভেঙে যায়। তবে বিয়েতে দেরি হওয়ার জন্য অনেক কারণ রয়েছে। জ্যোতিষ মতে, অনেক সময় গ্রহ–নক্ষত্রের কারণে বিয়েতে বিলম্ব হতে পারে। এমন পরিস্থিতিতে কিছু পদক্ষেপ বিয়ের জীবনে আসা বাধা দূর করতে সহায়ক হতে পারে। জেনে নিন এই প্রতিকারগুলো কি।

পশ্চিম–উত্তর দিশায় শোওয়ার ঘর

পশ্চিম–উত্তর দিশায় শোওয়ার ঘর

বাস্তুশাস্ত্র অনুসারে যাঁরা বিয়ে করতে চান তাঁদের ঘর সবসময় পশ্চিম-উত্তর দিকে হওয়া উচিত। যদি এটি সম্ভব না হয় তবে উত্তর দিকে একটি শোওয়ার ঘর তৈরি করা উচিত। এ ছাড়া বিছানা দেয়াল থেকে সঠিক দূরত্বে রাখতে হবে।

বৃহস্পতিবারের ব্রত

বৃহস্পতিবারের ব্রত

বিয়ে করতে ইচ্ছুক ব্যক্তির বৃহস্পতিবার ব্রত রাখা উচিত। এছাড়াও এই দিনে কলা গাছের পুজো করাও শুভ বলে মনে করা হয়। এছাড়া হলুদ জিনিস দান করলে উপকার পাওয়া যায়। সেই সঙ্গে গরুকে হলুদের সঙ্গে বেসন মিশিয়ে গুড় খাওয়াতে হবে। সম্ভব হলে বিষ্ণুর ১০৮টি নাম জপ করুন। এতে বিয়েতে আসা বাধা দূর হয়।

৬ মুখী রুদ্রাক্ষ ধারণ করুন

৬ মুখী রুদ্রাক্ষ ধারণ করুন

জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর করতে ৬ মুখী রুদ্রাক্ষ পরলে উপকার পাওয়া যায়। এই রুদ্রাক্ষকে ভগবান কার্তিকের রূপ বলে মনে করা হয়। এটি পরলে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হয়।

 শিবলিঙ্গে জল ঢালুন

শিবলিঙ্গে জল ঢালুন

নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করুন। শিবলিঙ্গে জল ছাড়াও গরুর কাঁচা দুধ ও বেল পাতা অর্পণ করুন। এর পরে, ভগবান শিবকে আপনার ইচ্ছা বলুন। অবিবাহিত মেয়েরা ১৬ সোমবার ব্রত রাখতে পারেন। এর পাশাপাশি পার্বতী মঙ্গল পাঠও করতে পারেন। এতে করে শীঘ্র বিবাহের যোগ তৈরি হয়।

 পূর্ণিমার দিন বটবৃক্ষের পুজো

পূর্ণিমার দিন বটবৃক্ষের পুজো

যে কোন পূর্ণিমার দিনে, বটগাছের ১০৮ বার প্রদক্ষিণ করুন। এছাড়া বৃহস্পতিবার বট গাছে জল অর্পণ করুন। এর ফলে বিবাহে আগত বাধাগুলি শীঘ্রই দূর হয়ে বিবাহের যোগ তৈরি হয়।

English summary
quick astrology tips for remove late marriage problems
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X