For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ratha Yatra 2019:পুরীর জগন্নাথ মন্দিরে এই একটা ভুল করলেই ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যাবে সিংহদ্বার

পুরীর জগন্নাথ মন্দির ঘিরে একাধিক অলৌকিক ও রহস্যময় তথ্য বহুবার উঠে এসেছে। উঠে এসেছে পুরীর মন্দির ঘিরে নানা ঐতিহ্যময় ঘটনার কথা।

  • |
Google Oneindia Bengali News

পুরীর জগন্নাথ মন্দির ঘিরে একাধিক অলৌকিক ও রহস্যময় তথ্য বহুবার উঠে এসেছে। উঠে এসেছে পুরীর মন্দির ঘিরে নানা ঐতিহ্যময় ঘটনার কথা। রথযাত্রা ২০১৯ এর আগে একনজরে দেখে নেওয়া যাক, পুরীর মন্দির ঘিরে এমন বেশ কয়েকটি রহস্যময় ঘটনা। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দিক, পুরীর মন্দিরের পতাকা।

সমুদ্র ঘিরে রহস্য়জনক তথ্য

সমুদ্র ঘিরে রহস্য়জনক তথ্য

বলা হয়, পুরীর সমুদ্র পুরো ভূগোলের নিয়মের উল্টো দিকে চলে। সাধারণত, দেখা যায় সমুদ্রের হাওয়া ভূমিতে এসে পড়ে দিনের বেলায়, আর সমুদ্রতটের হাওয়া বয়ে যায় সমুদ্রের দিকে বিকেলের দিকে। তবে পুরীতো এর উল্টোটা হয় বলে কথিত রয়েছে।

একটি ভুলে বন্ধ হতে পারে দ্বার!

একটি ভুলে বন্ধ হতে পারে দ্বার!

গত ১৮০০ বছর ধরে পুরীর মন্দিরের ৪৫ তলা পেরিয়ে লাগানো হয় ধ্বজা। ১৮০০ বছর ধরে প্রতিদিন এইভাবেই নিত্যদিন পুরীর মন্দিরের মাথায় লাগানো হয় পতাকাটি। আর কথিত রয়েছে, ঝড় , বৃষ্টি, জল, কোনও কিছুতেই যদি একদিনের জন্য এই মন্দিরের পতাকা লাগানো বন্ধ হয়, তাহলে ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যাবে পুরীর মন্দিরের দরজা।

হাওয়ার গতির বিপরীতে ওড়ে পতাকা

হাওয়ার গতির বিপরীতে ওড়ে পতাকা

সাধারণত হাওয়ার সঙ্গেই উড়তে থাকে যেকোনও হালকা বস্তু, তবে রহস্যজনকভাবে পুরীর মন্দিরের পতাকা ওড়ে হাওয়ার বিপরীতে। মনে করা হয়, পুরীর মন্দিরের মাথায় হাওয়ার থেকেও বেশি কার্যকরী কোনও শক্তি রয়েছে, যা এই পতাকার দিক পরিবর্তনে প্রভাব খাটায়!

সিংহদ্বার রহস্য

সিংহদ্বার রহস্য

পুরীর মন্দিরে রয়েছে ৪ টি দরজা। তারমধ্যে সিংহদ্বার হচ্ছে প্রধান দরজা। সিংহদ্বার পেরিয়ে যাওয়ার সময় স্পষ্ট শোনা যায় সমুদ্রের আওয়াজ। আর দরজা পেরিয়ে গেলেই বন্ধ হয়ে যায় সমুদ্রের শব্দ। মন্দিরে প্রবেশ একবার করে গেলেই আর শোনা যায়না সমুদ্রের আওয়াজ। কিভাবে এটা সম্ভব, তার উত্তর আজও খুঁজছে ন অনেকেই!

English summary
Puri jagannath Temple flage ritual, know myth and mystry behind it .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X