For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিতৃপক্ষের শুরু আজ থেকে , এই সময়ের গুরুত্বপূর্ণ বিধি ও আচার জেনে নিন

আজ থেকে শুরু হল পিতৃপক্ষ। যে পক্ষের অবসান হবে মহালয়ার দিন। আর সেদিন থেকেই শুরু দেবীপক্ষ। পরম্পরা মেনে দেবীপক্ষে আয়োজিত হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব শারোদোৎসব। আর তার আগে আজ থেকে শুরু হল পিতৃপক্ষ।

  • |
Google Oneindia Bengali News

আজ থেকে শুরু হল পিতৃপক্ষ। যে পক্ষের অবসান হবে মহালয়ার দিন। আর সেদিন থেকেই শুরু দেবীপক্ষ। পরম্পরা মেনে দেবীপক্ষে আয়োজিত হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব শারোদোৎসব। আর তার আগে আজ থেকে শুরু হল পিতৃপক্ষ। এই পক্ষ ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

হিন্দু শাস্ত্র কী বলছে?

হিন্দু শাস্ত্র কী বলছে?

হিন্দু মতে, অনেকেই পিতৃপুরুষের শ্রাদ্ধানুষ্ঠান বা পিণ্ডদান এই সময়ে করে থাকেন। ধর্ম বিশ্বাস বলছে, ভাদ্রপদের ১৫ দিনের সময় হিন্দু ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

তর্পণ

তর্পণ

পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য এই সময়ে পালিত হয় তর্পণ। অনেকেই এই সময়ে শ্রাদ্ধানুষ্ঠান পালন করে থাকেন। হিন্দুশাস্ত্র বলছে, কোনও মন্দিরের ঘাটে এই পরম্পরা পালন করা উচিত।

পিতৃপক্ষের কয়েকটি গুরুত্বপূর্ণ দিন

পিতৃপক্ষের কয়েকটি গুরুত্বপূর্ণ দিন

২৪ থেকে ২৭ সেপ্টেম্বর এর মধিযে ২৫ সেপ্টেম্বর পড়ছে প্রতিপদ। এরপর ২৮ সেপ্টেম্বরের দিনটি পিতৃপুরুষের পিণ্ডদানের জন্য উপযুক্ত বলে দাবি অনেকের। ৬ অক্টোবর মাঘা শ্রাদ্ধ ও ৭ অক্টোবর ত্রয়োদশী ও চতুর্দশী শ্রাদ্ধের দিন পড়েছে।

কোথায় তর্পণ করলে কী প্রাপ্তি হয়?

কোথায় তর্পণ করলে কী প্রাপ্তি হয়?

শাস্ত্র বলছে, অমরকণ্টকে নর্মদার পবিত্র জলে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করলে সর্ববাধা দূর হয়। বদ্রীনাথে অনকানন্দার তীরে পিতৃতর্পণে পাপ বিনাশ হয় বলেও মনে করেন অনেক শাস্ত্রজ্ঞ।

English summary
The Pitru Paksha Shradh commence on the Purnima or Full Moon Day (at times the next day) and conclude on Amavasya or the New Moon Day. The dark fortnight or 15 day period of the Bhadrapadh month as per Hindu Lunar Calendar is marked as Pitru Paksh Shradh and observed as an obeisance to ancestors.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X