
সম্পদের দেব কুবেরের আশীর্বাদে অপার ঐশ্বর্যের মালিক হন কোন কোন রাশির ব্যক্তি? জেনে নিন
মা লক্ষ্মীর সঙ্গে যে দেবতার আশীর্বাদ মাথায় থাকলে অপার ধন সম্পত্তির মালিক হওয়া যায় তিনি হলেন কুবের। পুরাণ মতে অলকাপুরির অধীশ্বর কুবের হলেন দেবতাদের কোষাধ্যক্ষ। তাঁর কাছেই গচ্ছিত থাকে সকল দেব দেবীর অমূল্য ধররাশি। আর মা লক্ষ্মীর পুজো করার পরেই কুবেরের পুজো করার বিধি রয়েছে। তাই তাঁর আশীর্বাদ ছাড়া সম্পত্তি ভোগ করা যায়না। জ্যোতিষ মতে বিশ্বাস করা হয় যে এমন কিছু রাশি আছে যাঁদের উপর সম্পদের দেবতা কুবেরের বিশেষ কৃপা রয়েছে। এই রাশির জাতক জাতিকারা যে কাজে হাত দেন তাতে প্রচুর সাফল্য পান। জীবনে অর্থ উপার্জন করা বা তা ভোগ করা এই সকল রাশির ব্যক্তিদের পক্ষে কিছুই অসম্ভব নয়। একই সঙ্গে তাঁরা অর্থ সঞ্চয় করে রাখতেও পারদর্শী হন। এ ছাড়া নিজেদের যোগ্যতার কারণে তাঁরা নিজেদের পরিচয় তৈরি করেন। জেনে নিন আপনিও এই রাশির জাতক বা জাতিকা নন তো?

মেষ রাশি
এই রাশির জাতক জাতিকারা জীবনের একটি সময় কুবেরের আশীর্বাদ প্রাপ্ত হন। যার জন্য প্রথম জীবনে নানা রকম আর্থিক সমস্যার মধ্যে দিয়ে কাটাতে হলেও একটা সময় তাঁরা অনেক টাকা রোজগার করেন। সেই সঙ্গে সম্পত্তির ক্ষেত্রেও তাঁরা অনেক লাভ করেন। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এই রাশিরজাতক জাতিকাদের জুরি মেলা ভার। নিজেদের বুদ্ধি আর হিসেবি মনোভাবের জন্য এই রাশির জাতকরা অনেক অর্থ সঞ্চয় করতে সক্ষম হন।

কর্কট রাশি
এই রাশির জাতক জাতিকাদের মন খুব নরম হলেও বুদ্ধি বেশ তীক্ষ্ণ হয়। এ কারণেই যখন এই রাশির জাতক জাতিকারা কোনও কাজ করার সিদ্ধান্ত নেন, তখন তা সম্পন্ন করার পরই শান্ত হয়ে বসেন। এককথায় এই রাশির ব্যক্তিরা কাজের ক্ষেত্রে বেশ জেদি আর আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এছাড়াও, এই রাশির লোকেরা অর্থ উপার্জন এবং সঞ্চয় যোগ করার ক্ষেত্রে অন্যদের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকেন। এই রাশির জাতক জাতিকাদের উপর কুবেরের বিশেষ কৃপা থাকে।

তুলা রাশি
এই রাশির জাতক জাতিকাদের সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ সবসময় বজায় থাকে। এই রাশির জাতক জাতিকারা খুব জেদি প্রকৃতির হন। যার কারণে তাঁরা যে কাজটি করার সিদ্ধান্ত নেন তা শেষ করে তবেই সেখানে এছাড়াও এই রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনে দক্ষ বলে বিবেচিত হয়ে থাকেন। সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদে এই রাশির জাতক জাতিকাদের জীবনে ধন সম্পদের কোনও অভাব থাকে না।

বৃশ্চিক রাশি
এই রাশির মানুষ খুব বুদ্ধিমান হন। তাঁরা যে কোনও কাজই করুন না কেন তা খুব যত্ন নিয়ে করে থাকেন। জ্যোতিষ মতে তাঁদের ভাগ্যও খুব ভালো বলে মনে করা হয়। এই রাশির জাতক জাতিকারা সাধারণত আর্থিক সুখ লাভ করার অনেক উপকরণ পান। এবং এই রাশির জাতক জাতিকারা অনেক অর্থ রোজগার করেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)
আজ থেকে শুরু রংপঞ্চমী! এই সময় কোন কোন কাজ করলে জীবনে আর্থিক অভাব কাটবে, জানেন আপনি