শুক্রবারে জন্মগ্রহণকারীদের দাম্পত্য জীবন কেমন হয়! এঁদের চরিত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষ শাস্ত্র
শুক্রবার শুক্রের প্রভাব থাকে বলে মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে। এর প্রভাব অনুযায়ী প্রেম, ভারসাম্য, সৌন্দর্য , সুখ প্রভৃতি ক্ষেত্র উজ্জ্বল হয় মানুষের জীবনে। আর বহুবিধ বিষয় এঁদের জীবনে প্রভাব ফেলে। দেখে নেওয়া যাক শুক্রবার যাঁদের জন্ম তাঁদের স্বভাব চরিত্র কেমন হয়।

কেমন স্বভাবের হন এঁরা?
এঁদের চরিত্র ভীষণই আকর্ষণীয় হয়। সহজেই সকলে এঁদের প্রতি আকৃষ্ট হন। এঁদের জীবনে অর্থ সহজেই চলে আসে। এঁরা সুখ বিলাস ব্যাপক পছন্দ করেন। তাই বাড় বাড়ির প্রতি এঁদের খুবই আকর্ষণ থাকে। সুখকর জীবন ভোগ থেকে এঁদের কেউ আটকাতে পারে না

কেরিয়ার
যেকোনও কাজের ক্ষেত্রে এঁদের আকর্ষণ ব্যাপক । ভরপুর এনার্জি নিয়ে এঁরা যে কোনও কাজ করেন। এঁরা পরোপকারী হওয়ায় কাজের জায়গায় সকলেই এঁদের পছন্দ করেন। ফলে পেশাগতভাগে এঁরা সফল হন।

প্রেম
এঁরা খুবই সংবাদনশীল হন। সঙ্গীকে ছেড়ে খুব একটা ভালো থাকতে পারেন না এঁরা! ফলে একটু পজেসিভনেস এঁদের মধ্যে থাকে। প্রেমে ব্যর্থতা আসলে ,এঁরা তা সহজে নিতে পারেন না।

বিয়ে
যাঁরা শুক্রবার জন্মগ্রহণ করেন তাঁদের দাম্পত্য জীবন স্বর্গসুকে ভরা থাকে। এঁরা খুবই যত্নশীল, প্রেমিক মানুষ হন। তাই রোম্যান্টিসিজমে এঁরা ভরা থাকেন। দাম্পত্য জীবনকে আরও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে এঁরা খুবই সচেষ্ট হন।