For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর ১৬ জুলাইয়ের চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে কি ! জানুন তারিখ-ক্ষণ-সময়

গোটা জুলাই মাস জুড়েই একাধিক মাহাজাগতিক ঘটনা রয়েছে । আর সেই ঘটনা ঘিরেই বিশ্বের বিভিন্ন অংশ থেকে উঠে আসছে কৌতূহল।

  • |
Google Oneindia Bengali News

গোটা জুলাই মাস জুড়েই একাধিক মাহাজাগতিক ঘটনা রয়েছে । আর সেই ঘটনা ঘিরেই বিশ্বের বিভিন্ন অংশ থেকে উঠে আসছে কৌতূহল। জুলাই মাসের শুরুতেই যেমন রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ , তেমনই আবার এই মাসের মাঝামাঝিই রয়েছে আংশিক চন্দ্রগ্রহণ। মহাজাগতিক ঘটনা ঘিরে যেমন নজর রাখছেন জ্যোতির্বিজ্ঞানীরা তেমনই কৌতূহলে সামিল জ্যোতিষশাস্ত্রবিদরাও। দেখে নেওয়া যাক, আসন্ন চন্দ্রগ্রহণ ঘিরে কোন কোন তথ্য উঠে আসছে।

 চন্দ্রগ্রহণের সময়

চন্দ্রগ্রহণের সময়

জুলাই মাসের ১৬ থেকে ১৭ তরিখে রয়েছে চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে ১৬ জুলাই, রাতে আর তা শেষ হবে ১৭ জুলাই রাতে। যেহেতু রাত ১২ টা পেরিয়ে যাচ্ছে মাধের সময়টি তাই দুটি দিন উঠে আসছে তারিখের নিরিখে।

আংশিক চন্দ্রগ্রহণের সময়

আংশিক চন্দ্রগ্রহণের সময়

আংশিক এই চন্দ্রগ্রহণের শুরুর সময়কাল ১৬ জুলাই রাত ৯:৩১মিনিট, আর শেষ হবে ১৭ জুলাই রাত ৩:০১ মিনিট নাগাদ। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই গ্রহণ খালি চোখে না দেখাই উচিত।

ভারত থেকে কি দেখা যাবে এই গ্রহণ?

ভারত থেকে কি দেখা যাবে এই গ্রহণ?

১৬ জুলাই ২০১৯ সালের আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত থেকে। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন অংশ থেকে দেখা যাবে এই আংশিক গ্রহণ। এরমধ্যে দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া , আফ্রিকার পূর্ব ও দক্ষিণ অংশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।

English summary
Partial Lunar Eclipse 2019 on July 16 ,Know more on Chandra Garahan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X