For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকে শুরু পঞ্চককাল, বিপদ এড়াতে ভুলেও করবেন না এই কাজগুলি

Google Oneindia Bengali News

জ্যোতিষ গণনা অনুযায়ী আজ থেকে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী শুরু হয়েছে পাঞ্চককাল। এই সময় শুভ কাজ, অশুভ ফল নিয়ে একাধিক বিশ্বাস রয়েছে জ্যোতিষ মতে। ২৮ জুন থেকে শুরু হওয়া এই পাঞ্চক কাল আসলে কী? এই সময় কোন কোন কাজ এড়িয়ে যাওয়া উচিত, দেখা যাক।

পঞ্চককাল কখন পড়ে?

পঞ্চককাল কখন পড়ে?

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চন্দ্রে ধনিষ্ঠার তৃতীয়বার, শতভিষা, পূর্বা বাদ্রপদ, উত্তরভাদ্রপদ, ও রেবতীর চতুর্থ ভ্রমণকে বলা হয় পঞ্চককাল। জ্যোতিষ মতে বিশ্বাস যে, এই সময়ে কয়েকটি জিনিস এড়িয়ে গেলে সাক্ষার মৃত্যু মুখ থেকেও মানুষ ফিরে আসতে পারেন।

এই সময়ে থাকে ঘোর বিপদ!

এই সময়ে থাকে ঘোর বিপদ!

কথিত রয়েছে যে যে পরিবারে একটি মৃত্যু পঞ্চককালে হয়, সেই পরিবারে আরও ৫ জনের মৃত্যু পঞ্চককালে ঘটার সম্ভাবনা থাকে। যদি ৫ জনের মৃত্যু নাও হয়, তাহলে পরিবারের যে কোনও ৫ জন অসুস্থ হতে পারেন বলে মনে করা হয়।

কী কী এড়িয়ে যাবেন?

কী কী এড়িয়ে যাবেন?

  • পঞ্চককালে কাঠ কিনবেন না।
  • ঘরের নির্মাণ যদি এই সময় শুরু করেন,তাহলে তাতে ছাদ নির্মাণের কাজ বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।
  • ঘরের জন্য খাট, খাটিয়া জাতীয় জিনি কিনবেন না।

  • দক্ষিণ দিকে যাত্রা করবেন না।

এমনই দাবি করছেন বিভিন্ন জ্যোতিষশাস্ত্রবিদরা। তাঁদের মতে, এই সময়কালে অত্যন্ত সন্তর্পণে এগিয়ে যাওয়া উচিত কোনও কাজে। কোনও জিনিস কিনে ঘরে আনার আগে সতর্ক থাকা উচিত।

সমস্যা কাটানোর উপায়

সমস্যা কাটানোর উপায়

জ্যোতিষ মতে বলা হচ্ছে যে, এই সময় গরুড় পূরাণ পড়লে ,বিপদ কেটে যায়। কারোর পরিবারে যদি এই সময় কোনও পরিজনের মৃ্ত্যুর ঘটনা থাকে, তাহলে গরুড় পূরাণ পাঠ উপযোগী। এই সময় বাড়ি থেকে কাউকে যেতে না দেওয়াই ভালো। এমনই দাবি জ্যোতিষবিদদের। এছাড়াও বিবাহিত মেয়েকে 'বিদাই' দেওয়া উচিত নয় বলে মত উত্তরভারতের বহু শাস্ত্রজ্ঞের। এমনকি গৃহপ্রবেশের মতো কাজও এই সময় না করা উচিত বলে মত শাস্ত্রজ্ঞদের।

English summary
Panchak kaal starts from 28 June 2021, know what to avoid these time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X