For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু হয়ে গিয়েছে পঞ্চক, ভুলেও এই কাজগুলি এই সময় করবেন না, অর্থ হানি হতে পারে

শুরু হয়ে গিয়েছে পঞ্চক, ভুলেও এই কাজগুলি এই সময় করবেন না, অর্থ হানি হতে পারে

Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রে পঞ্চককে অশুভ মনে করা হয়। পঞ্চক কালে কোনও শুভ কাজ করতে নেই বলেই মনে করা হয়। ২০২২ সালের দ্বিতীয় পঞ্চক যা ২ ফেব্রুয়ারি, বুধবার থেকে শুরু হয়েছে। তা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এমন অবস্থায় পঞ্চকের সময় কোন কাজগুলি করা উচিত নয় তা আমরা আসুন জেনে নিই।

পঞ্চক আসলে কি

পঞ্চক আসলে কি

জ্যোতিষ শাস্ত্র মতে, চন্দ্র যখন ঘনিষ্ঠ, শতভিষা, পূর্বা ভাদ্রপদ, উত্তরা ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রে প্রবেশ করে তখন পঞ্চক লাগে। এছাড়া যখন চন্দ্রমা কুম্ভ ও মীন রাশিতে প্রবেশ করে তখন পঞ্চক লাগে। এরকম অবস্থায় ২ ফেব্রুয়ারি চন্দ্রমা কুম্ভ রাশিতে রয়েছে। পঞ্চক ভাদওয়া নামেও পরিচিত।

পঞ্চকের সময় কুম্ভ রাশিতে গজকেশরী যোগ

পঞ্চকের সময় কুম্ভ রাশিতে গজকেশরী যোগ

জ্যোতিষ শাস্ত্র অনুসারে গজকেশরী যোগ হল অন্যতম শুভ যোগ। গজকেশরী যোগ বৃহস্পতি এবং চন্দ্রের মিলনে গঠিত হয়। এই সময়ে কুম্ভ রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের মিলন রয়েছে। এই যোগ জাতকদের খুব শুভ ফল দেয়।

 পঞ্চক ফেব্রুয়ারি ২০২২

পঞ্চক ফেব্রুয়ারি ২০২২

পঞ্চাঙ্গ অনুসারে, ২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬.৪৫ থেকে পঞ্চক শুরু হয়েছে। পঞ্চক শেষ হবে ৬ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটে।

পঞ্চকে ভুলেও করবেন না এই পাঁচ কাজ

পঞ্চকে ভুলেও করবেন না এই পাঁচ কাজ

মানা হয় যে, পঞ্চকে শুভ ও মাঙ্গলিক কাজ হয় না। পঞ্চকের কিছু কাজ বাদে অন্য কাজ করা যাবে। পৌরাণিক বিশ্বাস অনুসারে মঙ্গল সংক্রান্ত জিনিসগুলি পঞ্চকে খুব সাবধানে ব্যবহার করা উচিত। এই দিনে আগুন এড়ানোর চেষ্টা করা উচিত। রাগ করবেন না। কথায় মাধুর্য থাকতে হবে। শাস্ত্র অনুসারে পঞ্চকের সময় দক্ষিণ দিকে যাত্রা, মহিলাদের বিছানা কেনা, ছাদের ঢালাই করা, মেয়েদের একত্রিত করা এবং বাড়ির ভিত্তি স্থাপন করা ইত্যাদি অশুভ বলে মনে করা হয়। তবে বুধবার বা বৃহস্পতিবার থেকে পঞ্চক শুরু হলে এই পাঁচটি কাজ ছাড়া অন্যান্য শুভ কাজ করা যেতে পারে।

কোন পঞ্চককে কি বলা হয়

কোন পঞ্চককে কি বলা হয়

রবিবার থেকে পঞ্চক শুরু হলে তাকে রোগ পঞ্চক বলা হয়। সোমবার পতিত পঞ্চককে রাজ পঞ্চক বলা হয়। মঙ্গলবার যখন পঞ্চক অনুষ্ঠিত হয় তখন একে অগ্নি পঞ্চক বলা হয়। শুক্রবার থেকে শুরু হওয়া পঞ্চককে চোর পঞ্চক বলা হয়। শনিবার অনুষ্ঠিত পঞ্চককে মৃত্যু পঞ্চক বলা হয়। যদি পঞ্চক বুধ ও বৃহস্পতিবার থেকে শুরু হয়, তাহলে ওই দিনগুলিতে এই কাজগুলি বাদে অন্য কাজ করা যেতে পারে।

English summary
panchak february 2022 dont do these mistake during this time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X