For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনি কি জানেন বিয়ের সংখ্যা লেখা থাকে হাতেই?

  • By Shuvro Bhattacharya
  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও নারী বা পুরুষের দু'টি বা তিনটি বিয়ে হবে কি না, তা হাতের রেখাতেই লেখা থাকে।

সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে, হাতের সবচেয়ে ছোট আঙুলের (কনিষ্ঠা) নীচে বুধ পর্বতের শেষে কিছু আঁকাবাঁকা রেখা থাকে। এটিই বিবাহ রেখা। এই রেখার ওপর ভিত্তি করেই কোনও ব্যক্তির প্রেম প্রসঙ্গ এবং বৈবাহিক জীবন সম্পর্কে জানা যায়। এই রেখা যত পরিষ্কার এবং স্পষ্ট, বৈবাহিক জীবন ততোটাই সুখে কাটে।

আপনি কি জানেন বিয়ের সংখ্যা লেখা থাকে হাতেই?

মনে করা হয়, যে ব্যক্তির বুধ পর্বতে রেখার সংখ্যা বেশি, তারা ততো বেশি ভালোবাসার সম্পর্কে জড়ান। আবছা এবং অস্পষ্ট রেখা এ ক্ষেত্রে বিচার করা হয় না।

যে রেখা সবচেয়ে লম্বা এবং পরিষ্কার, তাকে বিবাহ রেখা বলে ধরা হয়। অন্য রেখা দেখে প্রেম প্রসঙ্গ সম্পর্কে জানা যায়।

বিবাহ রেখা ভাঙা বা কাটা হলে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে। এই পরিস্থিতিতে ব্যক্তির দ্বিতীয় বিয়ের সম্ভাবনা থাকে।

বিবাহরেখা নীচের দিকে ঝুঁকে থাকলে বৈবাহিক জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। বিবাহরেখা শুরুতেই দু'টি শাখায় বিভক্ত হয়ে গেলে সেই ব্যক্তির বিয়ে ভাঙার সম্ভাবনা থাকে।

বুধ ক্ষেত্রে দু'টি বিবাহ রেখা থাকলে এবং ভাগ্য রেখা থেকে বেরিয়ে তার একটি শাখা হৃদয় রেখায় মিললে ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ের সম্ভাবনা থাকে।

English summary
Number of marriage is already written in the hand, Do you Know that?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X