For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরে অমাবস্যা, পূর্ণিমা কবে পড়ছে না জানা থাকলে এখনই জেনে নিন

নতুন বছরে অমাবস্যা, পূর্ণিমা

Google Oneindia Bengali News

আমাদের ধার্মিক শাস্ত্রে অমাবস্যা ও পূর্ণিমা তিথিকে খুব মাহাত্ম্য দেওয়া হয়েছে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, প্রতি বছরের প্রত্যেক মাসে পূর্ণিমা ও অমাবস্যা পড়ে। পূর্ণিমা শুক্ল পক্ষে ও অমাবস্যা কৃষ্ণ পক্ষে হয়। এই দুই পক্ষে আসন্ন বিশেষ তিথিতে দেবী–দেবতার পুজো, পিতৃ তর্পণ, শ্রাদ্ধ কর্ম, উপায়, তীর্থস্থানে স্নান, যজ, জপ–তপ, দান এ ধরনের অনেক কাজ করা হয়ে থাকে। এই তিথিত করা কাজ, যেখানে ব্যক্তির সুখী ও সমৃদ্ধ জীবন দেয়, অন্যদিকে, কুণ্ডলীতে থাকা অশুভ দোষ থেকেও মুক্তি দেয়। আসুন জেনে নেওয়া কার ২০২২ সালে অমাবস্যা ও পূর্ণিমা তিথিগুলি কবে কবে পড়েছে।

২০২২ সালের অমাবস্যার পুরো তালিকা

২০২২ সালের অমাবস্যার পুরো তালিকা

১)‌ পৌষ অমাবস্যা, রবিবার ২ জানুয়ারি, ২০২২

২)‌ মাঘী অমাবস্যা, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২

৩)‌ ফাল্গুন অমাবস্যা, বুধবার ২ মার্চ, ২০২২

৪)‌ চৈত্র অমাবস্যা, শুক্রবার ১ এপ্রিল, ২০২২

৫)‌ বৈশাখ অমাবস্যা, শনিবার ৩০ এপ্রিল, ২০২২

৬)‌ জৈষ্ঠ্য অমাবস্যা, সোমবার ৩০ মে, ২০২২

৭)‌ আষাঢ় অমাবস্যা, বুধবার ২৯ জুন, ২০২২

৮)‌ শ্রাবণী অমাবস্যা, বৃহস্পতিবার ২৮ জুলাই, ২০২২

৯)‌ ভাদ্রপদ অমাবস্যা, শনিবার, ২৭ অগাস্ট, ২০২২

১০)‌ আশ্বিন অমাবস্যা, রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

১১)‌ কার্তিক অমাবস্যা, মঙ্গলবার ২৫ অক্টোবর, ২০২২

১২)‌ মার্গশীর্ষ অমাবস্যা, বুধবার ২৩ নভেম্বর, ২০২২

১৩)‌ পৌষ অমাবস্যা, শুক্রবার ২৩ ডিসেম্বর, ২০২২

পূর্ণিমা ২০২২ সালের সম্পূর্ণ তালিকা

পূর্ণিমা ২০২২ সালের সম্পূর্ণ তালিকা

১)‌ পৌষ পূর্ণিমা, সোমবার ১৭ জানুয়ারি, ২০২২

২)‌ মাঘ পূর্ণিমা, বুধবার ১৬ ফেব্রুয়ারি, ২০২২

৩)‌ ফাল্গুন পূর্ণিমা, শুক্রবার ১৮ মার্চ, ২০২২

৪)‌ চৈত্র পূর্ণিমা, শনিবার ১৬ এপ্রিল, ২০২২

৫)‌ বৈশাখী পূর্ণিমা, সোমবার ১৬ মে, ২০২২

৬)‌ জৈষ্ঠ্য পূর্ণিমা, মঙ্গলবার ১৪ জুন, ২০২২

৭)‌ আষাঢ় পূর্ণিমা, বুধবার ১৩ জুলাই, ২০২২

৮)‌ শ্রাবণ পূর্ণিমা, শুক্রবার ১২ অগাস্ট, ২০২২

৯)‌ ভাদ্রপদ পূর্ণিমা, শনিবার ১০ সেপ্টেম্বর, ২০২২

১০)‌ আশ্বিন পূর্ণিমা, রবিবার ৯ অক্টোবর, ২০২২

১০)‌ কার্তিক পূর্ণিমা, মঙ্গলবার ৮ নভেম্বর, ২০২২

১১)‌ মাগশীর্ষ পূর্ণিমা, বৃহস্পতিবার ৮ ডিসেম্বর, ২০২২

 পূর্ণিমা কেন হয়

পূর্ণিমা কেন হয়

পূর্ণিমা চন্দ্রের একটি কলা। এটি তখনই ঘটে যখন চাঁদ ও পৃথিবীর যে পাশে সূর্য অবস্থিত তার ঠিক উল্টো পাশে অবস্থান করে। পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদ এই সময় সূর্য দ্বারা পূর্ণভাবে আলোকিত হয় যার ফলে একে একটি পূর্ণ গোলাকার চাকতি রুপে দেখা যায়। তবে এসময়ও প্রকৃতপক্ষে চাঁদের অর্ধেক অংশই আলোকিত হয় কারণ উল্টো দিকটি আলো থেকে বঞ্চিত হয়ে থাকে।

 অমাবস্যা কেন হয়

অমাবস্যা কেন হয়

জ্যোতির্বিদ্যা অনুসারে, অমাবস্যা হচ্ছে চন্দ্রকলার প্রথম ধাপ। এটি মূলত সেই সময় যখন চাঁদ ও সূর্য একই রেখায় বরাবর থাকে। ফলে, পৃথিবী থেকে চাঁদকে তার কক্ষপথে দেখা যায় না। যদিও এই সময়টায় চাঁদকে খালি চোখে দেখা যায় না। তবুও এই দশাটিতে চাঁদ খুব চিকন ক্রিসেন্টরূপে বিরাজমান থাকে। খুব সরলভাবে বলতে হলে, যখন চন্দ্র পৃথিবী ও সূর্যের একদিকে থাকে তখন সমগ্র চন্দ্রপৃষ্ঠ অন্ধকার হয়ে যায়, এ অন্ধকার অংশটিকে অমাবস্যা বলে। ‌

English summary
new year 2022 know the amavasya and purnima date in new year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X