For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবনে দেখা দিচ্ছে আর্থিক সঙ্কট! আপনার বাড়িতে এই ঘটনাগুলো ঘটছে না তো, সচেতন হোন এখনই

হিন্দুদের প্রায় প্রত্যক বাড়িতেই থাকে তুলসী গাছ

  • |
Google Oneindia Bengali News

মানুষের জীবন চলে ভালো-মন্দ ঘটনা মিশিয়ে। সেই সঙ্গে থাকে সুখ, দুঃখ, হাসি কান্না। অর্থের অভাব প্রায় অনেক পরিবারেই রয়েছে। তবে, সেগুলি থেকে বেরিয়ে আসা আমাদের কাছে বাঞ্ছনীয়। নৈমিত্তিক ঘটনার সাথে আমাদের এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা আমাদের সাথে আগে কোনদিন ঘটেনি। তবে, এমন কিছু ঘটনা রয়েচে যা আমাদের আর্থিক সঙ্কটের ইঙ্গিত দেয়। তবে, এই খারাপ লক্ষণগুলি আপনাদের সাথে ঘটে, তাহলে তাড়াতাড়ি সতর্ক হন। অবিলম্বে সতর্ক হন। দেওয়া নেওয়া যাক লক্ষণগুলি কী কী?

আয়না ভাঙার ইঙ্গিত

আয়না ভাঙার ইঙ্গিত

বাড়িতে যদি প্রায় সময়েই ভাঙ্গে তাহলে আপনার অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, বাড়িতে ভাঙা কাঁচকে খুব অশুভ বলে মনে করা হয়। যদি ঘরে কখন আয়না ভেঙে যায় তাহলে তা তাড়াতাড়ি বাড়ি থেকে ফেলে দিন।

তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে

তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে

হিন্দুদের প্রায় প্রত্যক বাড়িতেই থাকে তুলসী গাছ। আর তাতে রোজ সকাল ও সন্ধেতে ধুপ, বাতি দেখানো প্রচলন আছে। কিন্তু বাড়ির তুলসী গাছ যদি আচমকাই শুকিয়ে যায় , তার সঙ্গে যদি তুলসী গাছে বারবার লাগানোর পরেও তা একেবারেই বৃদ্ধি না পায় তবে তা দরিদ্রতার লক্ষণ। যদি কখনও এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনার অর্থ সঙ্কট দেখা দিতে পারে। এই বিষয়টিকে হালকাভাবে কখনই নেবেন না।

দুধ বা নুন মাটিতে পড়ে যাওয়া

দুধ বা নুন মাটিতে পড়ে যাওয়া

বাড়ির নিত্য প্রয়োজনে দুধ বা নুন লাগে। তা আমাদের মাঝে মাঝেই হাত থেকে মাটিতে পড়ে যায়। এটা কিন্তু একেবারেই শুভ লক্ষ্মণ নয়। এই রকম ঘটনা কিন্তু বাড়িতে অনেক রকমের সঙ্কটের আভাস দেয়।

কারণ ছাড়াই বাড়িতে ঝগড়া

কারণ ছাড়াই বাড়িতে ঝগড়া

গৃহস্থ পরিবারে টুকিটাকি ঝগড়া- অশান্তি লেগেই থাকে। কিন্তু তাঁর মধ্যে থাকে যথাযথ কারণ। কিন্তু অনেক সময়েই বাড়িতে হঠাৎ করেই বাড়িতে কোনও কারণ ছাড়া অশান্তি শুরু হয় তা কিন্তু একবারেই ভালো লক্ষণ নয়। এই অপ্রয়োজনীয় অশান্তির জন্য মা লক্ষ্মী কুপিত হন। যার জেরে বাড়িতে দেখা দেয় আর্থিক ক্ষতি।

বৃদ্ধদের অপমানে কুপিত লক্ষী

বৃদ্ধদের অপমানে কুপিত লক্ষী

যখন-তখন অর্থাৎ আচমকাই কোনও কারণ ছাড়া কেউ যদি বাড়িতে ঘুমায়, তাহলে তা কিন্তু সংসারে আঘাত আনে। তাছাড়া অনেক বাড়িতেই ব্রদ্ধ- বৃদ্ধাদের কোনও কারণ ছাড়া অপমান করা হয়। তাকিন্তু খুব খারাপ। এতে ভগবান মা লক্ষী খুব রেগে যান।

English summary
In many homes, the elderly are insulted for no reason. But very bad. Bhagwan Ma Lakshi got very angry.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X