For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাউকে টাকা ধার দেওয়ার আগে শাস্ত্রে উল্লেখিত এই ব্যক্তিদের সম্পর্কে জেনে নিন

এদের টাকা ধার দেওয়া উচিৎ নয়

Google Oneindia Bengali News

‌শাস্ত্রে এমন অনেক কথা বা বাণী রয়েছে যা আজকের যুগেও সমানভাবে প্রাসঙ্গিক। এই বাণীগুলি মহাভারত কালেও যেমন প্রাসঙ্গিক ছিল তেমনি বর্তমান যুগেও তার সমান গুরুত্ব রয়েছে। মহাভারতের যুদ্ধের আগে শাস্ত্রে এমন কিছু কথার উল্লেখ রয়েছে যা আজও স্মরণীয়। এতে অর্থের বিষয়ে খুব গুরুতর কিছু কথা বলা হয়েছে। শাস্ত্র অনুযায়ী, কিছু মানুষকে অর্থ দেওয়ার মানে হল সেই টাকা আপনি আপ ফেরৎ পাবেন না। কারণ এই ধরনের মানুষরা কখনই ঋণ শোধ করেন না। তাই এই ধরনের মানুষদের কখনও ঋণ দেবেন না।

এঁদের ওপর ভরসা করা যায় না

এঁদের ওপর ভরসা করা যায় না

শাস্ত্র অনুযায়ী, যে সমস্ত মানুষদের ওপর আপনি ভালো করে ভরসা করতে না পারেন তাঁদের কখনও টাকা ধার দেওয়া উচিত নয়। এরকম মানুষকে টাকা ধার দেওয়ার অর্থ হল তাঁদের থেকে সেই টাকা আর ফেরৎ পাওয়া যাবে না। তাই কোনও ব্যক্তিকে টাকা ধার দেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন।

অলস ব্যক্তি

অলস ব্যক্তি

শাস্ত্র বলছ, অলস বা কুঁড়ে ব্যক্তিদের ভুলেও নিজের টাকা কোনও সময় ধার দেবেন না। এই মানুষেরা অর্থের গুরুত্ব বোঝে না তাই তা ফেরত দেওয়ার কোনও প্রচেষ্টাও করেন না। তাঁরা সর্বদাই চালাকি করে অন্যকে লুট করার চেষ্টা করে। এই ধরনের লোকদের কাছ থেকেও ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার আশা করা বৃথা।

 অনেক ক্ষমতাশালী ব্যক্তি

অনেক ক্ষমতাশালী ব্যক্তি

যাঁরা খুব প্রভাবশালী ব্যক্তি, যাঁদের কাছে ক্ষমতা প্রচুর, এরকম ব্যক্তিদের কখনও অর্থ ধার দেওয়া উচিত নয়। যদি তাঁদের লক্ষ্য বদলে যায় তবে তাঁদের থেকে আর কোনওদিনও আপনি আপনার টাকা ফেরৎ পাবেন না।

 বেআইনি কাজ করে যে সমস্ত ব্যক্তি

বেআইনি কাজ করে যে সমস্ত ব্যক্তি

যারা ভুল কাজ করে বা অপরাধমূলক কাজে লিপ্ত হয় তাদের ভুল করেও টাকা ধার দেবেন না। এই লোকেরা আপনার অর্থের অপব্যবহারও করবে এবং এটি ফেরৎ দেওয়ার সময় পিছিয়েও যেতে পারে। যেহেতু তারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত তাই তাদের কাছ থেকে শত্রুতা করা ঠিক নয়।

 টাকা ধার দেওয়ার সময় কিছু কথা মনে রাখবেন

টাকা ধার দেওয়ার সময় কিছু কথা মনে রাখবেন

মনে রাখবেন, ধার দেওয়ার সময় যদি কোনো সময় বেঁধে দেওয়া না হয় তা হলে যাকে ধার দিয়েছেন সে টাকা শোধ করতে বহু সময় নিতে পারে। এমনও ঘটে থাকে, টাকা ফেরত পাওয়ার আশায় নীরবে যত বেশি অপেক্ষা করা হয়, ততই সম্ভাবনা কমতে থাকতে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার। এতে আপনার সঙ্গে সেই ব্যক্তির সম্পর্কও খারাপ হতে পারে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
never give money to these type of people they dont return
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X