For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শনিবার এই ছয়টি কাজ ভুলেও করবেন না, দেবতা রুষ্ট হলেই ঘটতে পারে বড় বিপদ

  • |
Google Oneindia Bengali News

নির্দিষ্ট দিনে প্রতিটি কাজই কীভাবে করতে হবে, তা নিয়ে ধর্ম পূরাণ থেকে শুরু করে বাস্তু শাস্ত্র, জ্যোতিষ মতে সবিস্তারে বর্ণনা করা আছে। এমনকি শাস্ত্রতে এও বর্ণনা করা রয়েছে যে নির্দিষ্ট দিনে কোন কাজ করা উচিত নয়। জীবনকে বড়সড় ক্ষতির মুখ থেকে রক্ষা করতে শাস্ত্র মতে একাধিক বিধি জানানো রয়েছে। সপ্তাহের বিভিন্ন বার অনুযায়ী কোন কোন কাজ করা উচিত, তা জ্যোতিষশাস্ত্র মতে বর্ণনা করা হয়েছে। শনিবারকে ধরে নেওয়া হয় শনিদেবের দিন। আর এই দিনে কী কী করণীয় , তা জানান দিচ্ছে শাস্ত্র।

 এই কাজটি শনিবার ভুলেও করবেন না

এই কাজটি শনিবার ভুলেও করবেন না

শনিবার কোনও মহিলাকে অপমান করা বা মনে দুঃখ দিয়ে কথা বলা উচিত নয়। বিশেষত শাস্ত্র মতে , বলা হচ্ছে, যে শনিবার কোনও দরিদ্র মহিলা, সাফাই কর্মচারী মহিলা, দৃষ্টিহীন মহিলা, বা প্রতিবন্ধকতায় অন্যভাবে ক্ষতিগ্রস্ত মহিলাকে একেবারেই অপমানসূচক কথা বলা উচিত নয়। কোনও মতেই যেন এঁদের চোখের জল না পড়ে। এতে বড়সড় সংকটের হাতছানি থাকে।

 মদ্যপান কি উচিত শনিবার?

মদ্যপান কি উচিত শনিবার?

শাস্ত্র মতে বলা হচ্ছে, কোনও মতেই মদ্যপান করা উচিত নয়, শনিবার। সুস্থ সবল জীবনে এমন কাণ্ড ঘটে গেলে তা বড়সড় বিপদ বাড়িয়ে দেয়। যেহেতু সপ্তাহের এই বিশেষ দিনে নিরামিষ ভোজনে অনেকেই বিশ্বাসী, তাই এমন দিনে মদ্যপান বারণ করা হয় শাস্ত্র মতে। নিরামিষ ভোজনের সঙ্গে মদ্যপানকে দূরে রাখার কথা বলা হয় শাস্ত্র মতে।

কোন দিকে যাত্রা করবেন না?

কোন দিকে যাত্রা করবেন না?

শাস্ত্র মতে, শনিবার ভুলেও উত্তর ও পূর্ব দিকে যাত্রা করবেন না। এছাড়াও ইশান কোণে একেবারেই শনিবার যাত্রা করবেন না। এতে পরিবারে অশান্তির মেঘ আসে। তবে যদি গুরুত্বপূর্ণ কাজে এই মুখে যাত্রা করতে হয়, তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় আদা খেয়ে যাত্রা করা উচিত। বাড়ি থেকে রওনার আগে আদা খেয়ে যাত্রা শুভ ফল দিতে পারে বলে মনে করা হয়। এছাড়াও পূর্ব, উত্তর ও ইশান কোণের দিকে যাত্রা করার আগে পাঁচ পা পিছনে গিয়ে যাত্রা করা উচিত। এতে কোনও কুফল আসলে তা কেটে যেতে পারে। এমনই টিপস দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কোন জিনিস ঘরে আনতে নেই শনিবার?

কোন জিনিস ঘরে আনতে নেই শনিবার?

শাস্ত্র মতে বলা হয়, তেল, কাঠ, কালো তিল, কয়লা, নুন, লোহার মতো জিনিসগুলি শনিবার বাড়িতে আনতে নেই। এই জিনিসগুলি বাড়িতে আনতে হলে তা সপ্তাহের অন্যদিন আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই সমস্ত জিনিস শনিবার বাড়ি আনলে তা আলাদা করে সমস্যা তৈরি করে।

 শনিবার কাটবেন না নখ

শনিবার কাটবেন না নখ

শনিবার নখ কাটাও সঠিক কাজ নয় বলে দাবি বিশেষজ্ঞদের। শাস্ত্রজ্ঞদের মতে, শনিবার বারবেলার পর এমনিতেই চুল কাটা সঠিক কাাজ নয়। তার সঙ্গে শনিবার নখ কাটা থেকেও মানুষকে বিরত রাখার কথা বলছেন বহু শাস্ত্রজ্ঞ।

 বিয়ের কনেকে শনিবার বিদায় করতে নেই!

বিয়ের কনেকে শনিবার বিদায় করতে নেই!

শাস্ত্র মতে বলা হচ্ছে, বিয়ের কনেকে কোনও মতেই ঘর থেকে বিদায় করতে নেই। শনিবার এই বিশেষ নিয়মটি পালন করা উচিত বলে বর্ণনা করেছেন অনেকেই। এই দিনে মিথ্যা কথা বলা থেকেও ব্যক্তিকে বিরত থাকতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

English summary
Saturday Astrology, Dont do these six mistakes on this day, it can creat anger in shani dev.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X